দুই সপ্তাহর মধ্যেই রাশিয়ার বাজারে পাওয়া যাবে করোনার ভ্যাকসিন


প্রকাশিত:
২ আগস্ট ২০২০ ০২:২৫

আপডেট:
২ আগস্ট ২০২০ ০২:২৯

ফাইল ছবি

 

প্রভাতফেরীঃ মহামারী করোনা থেকে মুক্তি পেতে প্রতিষেধক টিকা আবিষ্কারের লক্ষ্যে প্রচেষ্টা চালাচ্ছে পুরো বিশ্ব। তবে সবার আগে করোনা ভাইরাসের টিকা অনুমোদন দিতে চায় রাশিয়া। ১০ আগস্টের মধ্যে রাশিয়া আনতে পারে গ্যামেলিয়া ইনস্টিটিউটের প্রস্তুত পৃথিবীর প্রথম করোনা টিকা।

রাশিয়ার মিলিটারি ও সরকারি গবেষকদের দ্বারা তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন বর্তমানে দ্বিতীয় দফার ট্রায়ালে রয়েছে। রাশিয়ার  সরকার অনুমোদিত একটি ভাইরোলজি ইনস্টিটিউট দেশের দ্বিতীয় করোনা ভ্যাকসিনের মানব দেহে পরীক্ষা শুরু করেছে। গত ২৭ জুলাই  তারা ভ্যাকসিন প্রয়োগ করেছে ৫ স্বেচ্ছাসেবীর শরীরে। তাঁরা সকলেই ভাল আছেন বলে এখনও পর্যন্ত খবর।

বাণিজ্য মন্ত্রনালয়ের অনুমতি পাওয়া সাপেক্ষে ব্যাপকভাবে ওই টিকার উৎপাদনে যেতে চায় রাশিয়া। দেশটির নাগরিকদের জন্য এই টিকা গ্রহণে কোনো ধরনের বাধ্য-বাধ্কতা থাকবে না বলে ক্রেমলিন সূত্রে জানানো হয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন পেয়ে গেলে সবার আগে করোনার ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যবহার করা হবে।

এ বছরের মধ্যেই রাশিয়া সাড়ে ৪ কোটিরও বেশি পরিমাণ প্রতিষেধকের ডোজ তৈরি করতে পারবে জানিয়েছেন রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরশকো। তবে এর পাশাপাশি চলবে এটির তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। রুশ স্বাস্থ্যমন্ত্রী জানান, ৩ আগস্ট থেকে রাশিয়া, সৌদি আরব ও আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে রুশ বিজ্ঞানীদের তৈরি প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের ট্রায়াল। অর্থাৎ, প্রতিষেধকের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি এটিকে দ্রুত বাজারে ছাড়ার ক্ষেত্রেও জোর দিচ্ছে রাশিয়া।

নির্দিষ্ট নিয়মনীতি মেনেই করোনা ভ্যাকসিনের পরীক্ষানিরীক্ষা করা হয়েছে এবং গবেষণার সময়সীমা কমিয়ে আনার কোনও চেষ্টা হয়নি বলে দাবী করেছে রাশিয়া। 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top