ইরান ইস্যুতে জাতিসংঘে বড় ধরনের ধাক্কা খেলো যুক্তরাষ্ট্র


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২০ ২২:৩৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৫২

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: ইরান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বড় ধরনের ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সংস্থাটিতে জাতিসংঘের ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের প্রস্তাব তোলে ওয়াশিংটন। তবে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১৩টিই যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ায়  এটি খারিজ হয়ে যায়।

২০১৫ সালের পরমাণু চুক্তি ইরান ভঙ্গ করেছে, এই অভিযোগে নতুন করে তেহরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে চেয়েছিল ওয়াশিংটন। গত ২০ অগাস্ট জাতিসংঘে এই প্রস্তাব দেয় ওয়াশিংটন।

যে প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞার প্রস্তাব এনেছিল, তাকে কূটনৈতিক পরিভাষায় বলা হয় স্ন্যাপব্যাক। তবে এটি উত্থাপনের পরপরই সংস্থাটির অন্য সদস্য দেশগুলো এর বিরোধিতা করে। নিরাপত্তা পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ে যুক্তরাষ্ট্র।

২০১৫ সালে ইরানের সঙ্গে সম্পাদিত ওই পরমাণু চক্তিতে জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সও যুক্ত ছিল। এই দেশগুলোর প্রত্যেকেই নিষেধাজ্ঞা আরোপের মার্কিন প্রস্তাবের বিরোধিতা করেছে। ফলে এই দেশগুলো সিদ্ধান্তের বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি এমনিই খারিজ হয়ে যায়।

গত কয়েক বছরের কূটনীতিতে যুক্তরাজ্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক গড়ে উঠেছে। বরিস জনসনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব তৈরি হয়েছে। কিন্তু জাতিসংঘে সেই বন্ধুত্বও কাজ করলো না। নিরাপত্তা পরিষদের অন্য দেশগুলোর এমন অবস্থানে দৃশ্যত ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র।

অস্ত্র থেকে শুরু করে বিভিন্ন পণ্য রফতানির ক্ষেত্রে এবং ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দাবি করছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অর্থ হচ্ছে, সন্ত্রাসবাদীদের সমর্থন করা।

ইরানের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দাবিকে ট্রাম্পের রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। নভেম্বরে নির্বাচনের আগে দেশের ভেতরে কিছুটা হলেও পিছিয়ে পড়েছেন ট্রাম্প। করোনায় প্রশাসনের ভূমিকার সমালোচনা করছে দেশের একটা বড় অংশ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top