ক্রাইস্টচার্চ মসজিদে হামলাকারীর আমৃত্যু কারাদন্ড 


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২০ ২৩:১৯

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৪৬

 

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলাকারী অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্টকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ২৭ আগস্ট বৃহস্পতিবার ক্রাইস্টচার্চের একটি আদালত এ রায় ঘোষণা করেন। চারদিন ধরে চলা চূড়ান্ত শুনানির পর এই রায় দেন আদালত।  

রায় ঘোষণার সময় ক্রাইস্টচার্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডের বলেন, ‘ব্রেনটনের অপরাধ এতটাই  জঘন্য যে আমৃত্যু কারাগারে থাকলেও তার শাস্তি যথেষ্ট হবে না।’ বিচারক আরো বলেন, ১৭, ২৫ কিংবা ৩৫ বছরের জন্য সাজা দেওয়া যেত এই সন্ত্রাসীকে। কিন্তু আদালত স্থির করেছে, তাকে সারা জীবনের জন্য জেলে থাকতে হবে। কখনো প্যারোলে বাইরে বেরুতে পারবে না সে। 

এর আগে শুনানিতে অনেকেই আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন, কঠোর থেকে কঠোরতম শাস্তি যেন দেওয়া হয় ওই অপরাধীকে। মৃত্যুদণ্ডের আবেদনও এসেছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিচার ব্যবস্থায় মৃত্যুদণ্ডের শাস্তি দেয়ার কোনো সুযোগ নেই। সর্বোচ্চ ১৭ বছর পর্যন্ত সাজা ঘোষণাই নিউজিল্যান্ডের রীতি। আর তাই ট্যারেন্টের আমৃত্যু কারাদণ্ডের আদেশ নিউজিল্যান্ডের ইতিহাসে কাউকে দেয়া সবচেয়ে কঠোর শাস্তি।   

২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যা করে অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্ট। যাতে আহত হন আরো ৪০ জন। হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও করে সে। ক্রাইস্টচার্চ থেকে দক্ষিণে অ্যাশবার্টনের তৃতীয় মসজিদে হামলা চালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

গত বছরের ক্রাইস্টচার্চ হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যান বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। 

নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ ক্রিকেট দলের বেশ কজন সদস্য ওইদিন হামলার শিকার হওয়া একটি মসজিদে জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। 

 


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top