মুক্তিপ্রাপ্ত বাংলাদেশিদের ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পশ্চিমবঙ্গ


প্রকাশিত:
১২ সেপ্টেম্বর ২০২০ ২৩:০০

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০১:৪০

 

প্রভাত ফেরী: করোনা পরিস্থিতির কারণে মুক্তি হয়েছে অথচ বাড়ি ফেরা হয়নি। তাই এবার মুক্তি পাওয়া বাংলাদেশি বন্দিদের ফেরত পাঠাতে চাইছে ভারতের পশ্চিমবঙ্গ কারা দপ্তর।

ভিনদেশি বন্দিদের দেশে ফেরানোর ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা থাকে তাই শুরু হয়েছে। বিদেশি বন্দিদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করতে হয়।

সূত্র জানায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সংশোধনাগারে রয়েছে প্রায় ৬৮০ জনের মতো বাংলাদেশি বন্দি। 'এদের অধিকাংশই অভিভাসন সংক্রান্ত মামলার আসামি। সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আদালতের নির্দেশে সাজার মেয়াদ শেষ হয়েছে তাদের। কিন্তু গত কয়েক মাস করোনা আর লকডাউনের কারণে বাংলাদেশি বন্দিদের ফেরত পাঠানো যায়নি। বর্তমান পরিস্থিতিতে মুক্ত বন্দিদের যাতে বাংলাদেশে ফেরত পাঠানো যায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে স্বরাষ্ট্র দপ্তরকে অনুরোধ করেছে কারা দপ্তর।

 দমদম, বহরমপুর, মালদা কৃষ্ণনগর, বালুরঘাট জলপাইগুড়ি, বনগাঁ, বসিরহাটের মতো সংশোধনাগারে বাংলাদেশিদের আনাগোনা অনেক বেশি। এক সূত্র জানিয়েছে এসব কারাগার থেকে বাংলাদেশি আসামিদের নামের তালিকা আমরা দিল্লিতে পিঠিয়েছি। ওখান থেকে সবুজ সংকেত এলেই আমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেব।

তাই খাতায়-কলমে মুক্ত বাংলাদেশিদের পাকাপাকি মুক্তির স্বাদ দিলে অনেকাংশ ঝুঁকি এড়াতে পারবে কারা দপ্তর।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top