ভারতের স্পাইসজেট কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ৫ নভেম্বর থেকে
প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২০ ২২:৫০
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৫:৩০

প্রভাত ফেরী: কম খরচে চলাচলের জন্য পরিচিত ভারতের বিমান সংস্থা স্পাইসজেট চলতি বছরের ৫ নভেম্বর থেকে কলকাতা-ঢাকা-চট্টগ্রাম থেকে ভারতের বিভিন্ন রুটে পরিষেবা চালু করবে। স্পাইস জেটের আন্তর্জাতিক গন্তব্যের তালিকায় এবার যোগ হলো চট্টগ্রাম। সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে স্পাইস জেটের নন-স্টপ বিমান। আগামী ৫ নম্ভেম্বর থেকে স্পাইস জেটের ফ্লাইট শুরু হবে দিল্লি-ঢাকা-দিল্লি, কলকাতা-ঢাকা-কলকাতা ও চেন্নাই-ঢাকা-চেন্নাই রুটে। ওইসব রুটে স্পাইস জেট চালাবে বোয়িং-৭৩৭ ও বম্ববোরডাইর কিউ-৪০০ বিমান।
করোনা মহামারির কারণে বিমান চলাচল স্থগিত হওয়ার পর চলতি বছরের ২৮ অক্টোবর এয়ার বাবলের আয়োজনে দুই দেশের মধ্যে আবারও তা চালু হবে। এরপর গত ৫ নভেম্বর থেকে স্পাইসজেট ভারতের বিভিন্ন স্থান থেকে ঢাকায় সরাসরি ফ্লাইট পরিচালনা করবে। জানা গেছে, করোনা মহামারির ফলে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটগুলো স্থগিত হওয়ার পর ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক যাত্রী পরিষেবা আবার চালু করার জন্য অস্থায়ীভাবে এয়ার বাবলের আয়োজন করা হয়।
এ আয়োজনের ফলে উভয় দেশের বিমান সংস্থা একই রকম সুবিধা ভোগ করবে। ২০২১ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এভাবে বিমান চলাচল করবে। বাংলাদেশের সিভিল অ্যাভিয়েশন অথরিটি বলছে, বাংলাদেশের তিনটি বিমান সংস্থা- বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস বাংলা এয়ারলাইনস এবং নভো এয়ার প্রথমে সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, স্পাইসজেট, ভিসতারা এবং গোএয়ার সপ্তাহে ২৮টি ফ্লাইট পরিচালনা করবে দুই দেশের মধ্যে।
প্রায় আট মাস পর আবার দুই দেশের মধ্যে বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে ভারত ও বাংলাদেশের মধ্যে বিমান চলাচল বন্ধ হয়েছিল। কলকাতা-চট্টগ্রাম রুটে ভাড়া পড়বে ৪,২৫৫ টাকা। চট্টগ্রাম-কলকাতা রুটের ভাড়া হবে ৪,৯৩৯ টাকা। কলকাতা-ঢাকার ভাড়া ৪,৬৩৮ টাকা। ঢাকা-কলকাতা রুটে ভাড়া ৫,৪৭৮ টাকা। অন্যদিকে, দিল্লি-ঢাকা রুটে ভাড়া ৭,৭৪৯ টাকা। ঢাকা-দিল্লির ভাড়া ১০,১৩৫ টাকা। চেন্নাই-ঢাকার ভাড়া ৫১২৮ টাকা, ঢাকা-চেন্নাই ভাড়া ৭,৩০৮ টাকা।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: