যুক্তরাষ্ট্রের একার পক্ষে চীনকে মোকাবেলা করা বেশ কঠিন: ন্যাটো
প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২০ ২৩:১৩
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৮:২৫

প্রভাত ফেরী: ট্রান্স-আটলান্টিক সুরক্ষা জোট হিসেবে চীন যেসব সুরক্ষা চ্যালেঞ্জ উত্থাপন করেছে তার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার সাথে সম্পর্ক উন্নত করছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো। সংস্থাটির মহাসচিব জেনস স্টোলটেননবার্গ জানান, যেকোন একটি দেশের পক্ষে চীনের বিরুদ্ধে লড়াই করা সম্ভব না। এক ভার্চুয়াল ইভেন্টে দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার জন্য ন্যাটো গঠিত হয়েছিল যার ভাগিদার চীন নয়।
হংকং এর স্বায়ত্তশাসন ও সংখ্যালঘুদের সাথে আচরণে চীনা জাতির কতৃত্ব স্পষ্ট বোঝা যায়। উদাহরণস্বরুপ জিনজিয়াং প্রদেশের চীনা শিবিরে ১০ লাখের মত মানুষ আটক করে রাখা হয়েছিল। ইউরোপে শান্তি সুরক্ষায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত ইউনিয়নের হুমকির বিরুদ্ধে এই মন্তব্যগুলো ন্যাটোর একটি বৃহৎ অবস্থান নির্দেশ করে।
গত মাসে ২০৩০ সাল পর্যন্ত ন্যাটের নতুন লক্ষ্যমাত্রা প্রকাশিত হয়েছে। যেখানে চীন দ্বারা উত্থাপিত সুরক্ষা চ্যালেঞ্জ মোকাবেলায় নীতিগুলি রক্ষার জন্য জোটের চলমান অভিযোজনের একটি অংশ ছিল। এ বিষয়ে স্টোলটেননবার্গ বলছেন, এর মধ্যে গণতন্ত্র, আইনের শাসন এবং স্বতন্ত্র স্বাধীনতা অন্তর্ভুক্ত ছিল। তিনি বলেন, ন্যাটো এই মূল্যবোধকে রক্ষা করবে এবং আমরা সকলেই বুঝতে পারি যে বিশ্বব্যাপী শক্তির ভারসাম্য একটি মৌলিক উপায়ে পরিবর্তিত হচ্ছে, চীনের উত্থান সত্যই আমাদের সুরক্ষার পরিবেশকে পরিবর্তিত করছে। আমরা হংকংকে দেখেছি তারা যেভাবে সংখ্যালঘুদের সাথে আচরণ করছে। তিনি বলেন, প্রতিরক্ষা, পারমাণবিক অস্ত্র, ক্ষেপণাস্ত্র এবং বিশৃঙ্খলা প্রযুক্তিতে চীনের বিনিয়োগকৃত অর্থ ন্যাটো সদস্যদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করেছে।
চীনের অবস্থান, সামরিক অবস্থান,অর্থনৈতিক পরিস্থিতি, প্রযুক্তিতে তাদের অর্জন, এগুলো সবই ন্যাটোকে আরও বেশি ভাবিয়ে তুলছে। কোন বড় দেশ এমনকি যুক্তরাষ্ট্রের পক্ষেও চীনকে মোকাবেলা সম্ভব না। এর জের ধরেই স্টোলটেনবার্গ বলছেন, আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে ন্যাটোও সমমানের গণতন্ত্রের সম্প্রদায় তৈরিতে সহায়তা করার একটি প্ল্যাটফর্ম হওয়া উচিত এবং এ কারণেই আমরা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশ যেমন: জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের কাছে পৌছাচ্ছি এবং এ নিয়ে গত সপ্তাহে তাদের সাথে বৈঠক হয়েছে। ন্যাটোর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে: "টেলিযোগাযোগ, মহাকাশ, সাইবারস্পেস এবং নতুন প্রযুক্তির পাশাপাশি বিশৃঙ্খলা প্রচারণার মতো কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীনের মাধ্যমে বিপদ সৃষ্টির ঝুঁকি রয়েছে। এছাড়া ন্যাটো সরকার এবং সোসাইটির উপর যে সাইবার হামলা করেছে, তার জন্য চীনকেই দায়ী করা হচ্ছে।
এদিকে ফরাসী প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ন্যাটোকে মস্তিষ্ক বিকলের সাথে তুলনা করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে তার দেশ এই জোটকে অসতর্কভাবে অর্থায়ন করছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: