ওমিক্রন আতঙ্কে কলকাতা
প্রকাশিত:
১১ ডিসেম্বর ২০২১ ২৩:১৮
আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০৭:১০

প্রভাত ফেরী: কর্নাটক, মহারাষ্টের পর এবার কলকাতায় ওমিক্রন আতঙ্ক। ব্রিটেন ফেরত এক যাত্রী করোনা পজিটিভ। তাঁর দেহে ওমিক্রন ভ্যাকিয়েন্টের সংক্রমণ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন তরুনী। তাঁরা লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। কর্নাটকে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছিল। তারপরে মহারাষ্ট্রেও ছড়িয়ে পড়ে সংক্রনমণ। কলকাতাতে এখনও এই ভ্যারিয়েন্ট থাবা বসাতে পারেনি। কিন্তু ব্রিটেন ফেরত এক যাত্রীকে ঘিরে তৈরি হয়েছে নতুন আতঙ্ক। ব্রিটেন থেকে কলকাতায় ফেরার পর আরটি-পিিসআর পরীক্ষা করা হয়েছিল তরুনীর। কারণ কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী এখন বাইরে থেকে যাঁরাই আসবেন তাঁদের আরটি-পিসিআর টেস্ট করাতে হবে তারপরে তাঁরা বিমানবন্দরের বাইরে বেরোতে পারেবেন। সেই মত করোনা পরীক্ষা করা হয় তরুনীর তাতে রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাঁকে তড়িঘড়ি বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসোলেশনে রেখে চলছে চিকিৎসা।
১৮ বছরের ওই তরুনী শনিবার গভীর রাতে ব্রিটেন থেকে কলকাতায় এসে পৌঁছন। নিউ আলিপুরের বাসিন্দা তিনি। তরুনীর লালারস সংগ্রহ করে তা জেনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রনণ কিনা বলা যাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য দফতরের আধিকারীকরা। সূত্রের খবর কাতার এয়ারওয়েজের বিমানে তিনি কলকাতায় ফেরেন। ব্রিটেন থেকে দোহা হয়ে কলকাতায় ফিরেছেন তরুনী। প্রসঙ্গত উল্লেখ্য গতকালই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে কর্নাটকে প্রথম ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গতকাসই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে কোনও রকম বাণিজ্যিক উড়ান এখন ভারত থেকে উড়বে না।
২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক উড়ানের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ওমিক্রন সংক্রমণেপ ঝুঁকি এড়াতেইএই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নইলে ১৫ ডিসেম্বর থেকে গোটা দেশে আন্তর্জাতিক উড়ান পরিষেবা স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু তার ঠিক আগেই ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়ায় এই নির্দেশিকা প্রত্যাহার করতে বাধ্য হয় মোদী সরকার।
ওমিক্রন ভ্যারিয়েন্টকে হালকা ভাবে না নেওয়ার পরামর্শ দিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। কিন্তু গবেষকরা দাবি করেছেন তেমন মারাত্মক ক্ষতিকরন নয় ওমিক্রন। ডেল্টার থেকে তিনগুন বেশি সংক্রামক হলেও তেমন ক্ষতি করছে না। যাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাঁরা সকলেই উপসর্গহীন আবার কম উপসর্গ রয়েছে বলে দাবি করছেন চিকিৎসকরা। শিশুদের মধ্যেও তেমন ভাবে সংক্রমণ ছড়াতে সক্ষম নয় ওমিক্রন। যদিও দক্ষিণ অফ্রিয়া ৫ বছরের কম বয়সী শিশুদের উপরে করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়েছে। তবে সেটা তেমন মারাত্মক আকার নিতে পারেনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: