আসাম ও মেঘালয় রাজ্যে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের প্রাণহানি


প্রকাশিত:
১৯ জুন ২০২২ ০৪:৪৮

আপডেট:
২১ এপ্রিল ২০২৫ ০০:০৩

 

ভারতের আসাম ও মেঘালয় রাজ্যে গত দুই দিনে বন্যা ও ভূমিধসে অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। আসামের ২৮টি জেলার ১৯ লাখের মতো মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে। আশ্রয়কেন্দ্রে স্থান নিয়েছে এক লাখের মতো মানুষ।

এদিকে, ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলাও বড় ধরনের বন্যায় আক্রান্ত হয়েছে। সেখানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতিতে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১২ জন আসামের আর ১৯ জন মেঘালয়ের।

আগরতলায় ছয় ঘণ্টায় ১৪৫ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা বলছেন এটি আগরতলায় গত ৬০ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

মেঘালয়ের মাউসিনরাম ও ছেরাপুঞ্জিতে ১৯৪০ সালের পর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আসামে ৩ হাজারের মতো গ্রাম বন্যায় আক্রান্ত হয়েছে এবং ৪৩ হাজার হেক্টর ফসলের জমি পানির নিচে রয়েছে। বেশকিছু বাঁধ, কালভার্ট ও রাস্তা ভেঙ্গে গেছে।

আসামের হোজাই জেলায় বন্যা-আক্রান্তদের বহনকারী একটি নৌকা শনিবার ডুবে গেছে। কর্মকর্তারা বলছেন, ২১ জনকে উদ্ধার করা গেলেও তিনজন নিখোঁজ রয়েছে।

ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, হিমাচল প্রদেশের সুবানসিরি নদীর পানি একটি পানিবিদ্যুৎ প্রকল্পের জন্য নির্মাণাধীন একটি বাঁধ অতিক্রম করেছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top