গ্যাসের ব্যবহার কমাতে সম্মত হয়েছে ইইউ-এর সদস্য দেশগুলো
প্রকাশিত:
২৭ জুলাই ২০২২ ১৮:৪৬
আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ২১:০২

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলো রাশিয়ার সরবরাহ বন্ধ করে দেওয়ার ক্ষেত্রে গ্যাসের ব্যবহার কমাতে সম্মত হয়েছে। তবে কিছু দেশ রেশনিং এড়াতে ছাড় পাবে।
গত সপ্তাহে ধারণাটি সামনে আসার পর থেকে আলোচনা করছিল ইইউ সদস্যরা। শেষ পর্যন্ত তারা আগস্ট থেকে মার্চের মধ্যে স্বেচ্ছায় ১৫% গ্যাস ব্যবহার কমাতে সম্মত হয়েছে।
ঘূর্ণায়মান ইইউ প্রেসিডেন্ট চেক প্রজাতন্ত্র সরকার টুইট করেছে, ‘এটি কোনো অসম্ভব কাজ ছিল না। ’
তবে আগে চুক্তিটিতে কোনো দেশকে ছাড় দেওয়ার ব্যবস্থা ছিল না। পরে এটি নমনীয় করা হয়।
ইইউ বলেছে, এই চুক্তির লক্ষ্য হলো শীতের আগে খরচ কমিয়ে গ্যাস সঞ্চয় করা। জোটটি সতর্ক করে বলেছে, ‘রাশিয়া জ্বালানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করেই যাচ্ছে। ’
রাশিয়ার থেকে গ্যাস সরবরাহ সংকটজনক পর্যায়ে পৌঁছালে স্বেচ্ছামূলক চুক্তিটি বাধ্যতামূলক হয়ে উঠবে।
তবে আয়ারল্যান্ড, মাল্টা এবং সাইপ্রাসের মতো ইইউ গ্যাস পাইপ লাইনে সংযুক্ত নয় এমন কিছু দেশ বাধ্যতামূলক গ্যাস ব্যবহার হ্রাস। কারণ তাদের বিকল্প সরবরাহের উৎস নেই।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: