কুতুব মিনারের মালিকানার দাবি করলেন মহেন্দ্র প্রসাদ নামে এক ব্যক্তি


প্রকাশিত:
২৫ আগস্ট ২০২২ ২২:০৩

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ১৭:৫৩

 

মহেন্দ্র প্রসাদ সিং নামের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি দিল্লির রাজা তোমারের বংশধর। তিনি বলেন, কুতুব মিনার চত্বর সিং পরিবারের সম্পত্তি। এই চত্বরের বিষয়ে কোনরকম সিদ্ধান্ত নেওয়ার অধিকার সরকারের নেই। তাঁর এই দাবি উড়িয়ে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।

ভারতের দিল্লিতে অবস্থিত কুতুব মিনার চত্বরে মন্দির পুনরুদ্ধার সম্পর্কিত মামলার মাঝে স্থগিতাদেশ দিয়েছিলেন দিল্লির একটি আদালত। কিছুদিন আগে দাবি ওঠে, কুতুবউদ্দিন তাঁর শাসনকালে হিন্দু ও জৈন মিলিয়ে মোট ২৭টি মন্দির ধ্বংস করেছেন। সেই ধ্বংসপ্রাপ্ত মন্দিরের জায়গায় গড়ে তুলেছিলেন মসজিদ।

এই মামলাটি শুরুতেই থামিয়ে দিয়েছিল আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া ।

এই বিষয় নিয়ে আবার মামলার প্রস্তুতি চলছে। এর মধ্যেই কুনওয়ার মহেন্দ্র প্রসাদ সিং নামের ওই ব্যক্তি কুতুব মিনার চত্বরকে তাঁদের পারিবারিক সম্পত্তি বলে দাবি করেন। আদালতেও তিনি এই কথা জানিয়েছেন। তবে নিজের দাবির সপক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি।

এর আগে মহেন্দ্র সিংয়ের আইনজীবী এম এল শর্মা দাবি করেন, ১৯৪৭ সালে মহেন্দ্র সিংয়ের পূর্বপুরুষ রাজা রোহিণীরমন ধওয়াজ প্রসাদের জীবদ্দশায় ভারত স্বাধীন হয়েছিল। তিনি ১৯৫০ সাল পর্যন্ত মীরাট থেকে আগ্রা পর্যন্ত চারটি এস্টেটের মালিক ছিলেন। আদালতে তিনি জানান, স্বাধীনতার পরে তৎকালীন জওহরলাল নেহরু সরকারের পক্ষ থেকে ওই পরিবারের সঙ্গে কোনো সন্ধি চুক্তি করা হয়নি, এমনকি সংযুক্তিকরণের পথেও হাঁটেনি সরকার, অধিগ্রহণও হয়নি, ক্ষতিপূরণও দেওয়া হয়নি।

যাবতীয় দাবি উড়িয়ে দিয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top