উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভোটগ্রহণ শুরু


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৭

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৮:৩১

 

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাতটা থেকে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। মোট ৩ হাজার ৩৩৭টি বুথে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। ইকোনোমিক টাইম্‌সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কয়েকটি জায়গা থেকে ভোটিং মেশিনে ছোটখাটো সমস্যা দেখা গেলেও সেগুলো দ্রুত সমাধান করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। কোনো বড় ধরনের ঝামেলার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাতটা থেকে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাতটা থেকে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে।

এর আগে এক জায়গা থেকে বড় ধরনের নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া গেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিপাহিজলা জেলার নলচর বিধানসভা কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তাদের এক কর্মী বিপ্লব রায়কে সিপিএম দলের কর্মীরা আক্রমণ করেছে।

এ ঘটনায় আহত বিপ্লব রায়কে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত বিপ্লব রায়ের পরিবার সিপিআইএম প্রার্থী তপন দাসসহ নয়জনের নামে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিপাহিজলা জেলার নলচর বিধানসভা কেন্দ্রে এ ঘটনা ঘটে।বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সিপাহিজলা জেলার নলচর বিধানসভা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনা ছাড়া গত ২৪ ঘণ্টায় বড় ধরনের কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি। যাইহোক, এই ধরনের ৭০টি বুথ রয়েছে, যেগুলো ইন্টারনেট পরিষেবার বাইরে রয়েছে।

ওইসব বুথ থেকে ভোট সরাসরি নির্বাচন কর্মকর্তার কাছে প্রচার করা যাবে না। তবে ভোটের রেকর্ডিং করা হচ্ছে বলে জানা গেছে। রাজ্যজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে, যার ফলস্বরূপ পাঁচ জনের বেশি লোক এক জায়গায় জড়ো হতে পারবেন না।

ত্রিপুরা নির্বাচনে মোট ২৮ লাখ ১৪ হাজার ৫৮৪ জন ভোট দেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ১৪ লাখ ১৫ হাজার ২৩৩ জন পুরুষ।ত্রিপুরা নির্বাচনে মোট ২৮ লাখ ১৪ হাজার ৫৮৪ জন ভোট দেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ১৪ লাখ ১৫ হাজার ২৩৩ জন পুরুষ।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গীতে জানিয়েছেন, তাদের লক্ষ্য সম্পূর্ণ ত্রুটিমুক্ত ভোটগ্রহণ পরিচালনা করা। কোনো বুথে যেন দ্বিতীয়বার ভোট না দিতে হয় সে লক্ষ্য নিয়ে কাজ করা হয়েছে বলে জানান গিঠ।

ত্রিপুরা নির্বাচনে মোট ২৮ লাখ ১৪ হাজার ৫৮৪ জন ভোট দেবেন বলে আশা করা হচ্ছে, যার মধ্যে ১৪ লাখ ১৫ হাজার ২৩৩ জন পুরুষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৬২ জন। এই বছরের নির্বাচনে, ব্রু উপজাতি সম্প্রদায়ের ভোটারদের ১৪ হাজারেও বেশি নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top