ভেনিজুয়েলায় সামারিক আগ্রাসনে যুক্তরাষ্ট্রকে নিজ ভূখন্ড ব্যবহার করতে দেবেনা ব্রাজিল
প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:৫৬
আপডেট:
১৮ এপ্রিল ২০২৫ ১১:০৫

রাশিয়ার একজন শীর্ষ সামরিক কর্মকর্তা দাবী করেন, ভেনিজুয়েলায় সামরিক আগ্রাসন পরিচালনার লক্ষ্যে যুক্তরাষ্ট্র পুয়ের্তো রিকো এবং কলম্বিয়ায় সেনা সমাবেশ করছে। এই আগ্রাসনের মাধ্যমে রাশিয়ার মিত্র মাদুরো সরকারকে উৎখাত করার পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র।
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের জ্যেষ্ঠসচিব নিকোলাই পেট্রোশভ বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে। পুয়ের্তো রিকোতে মার্কিন বিশেষ বাহিনীর উপস্থিতি এবং কলম্বিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি জোরদার করার মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন ইঙ্গিতই দিচ্ছে যে তারা মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণে সামরিক শক্তি ব্যবহার করবে।’
এদিকে ব্রাজিল জানিয়েছে, ভেনিজুয়েলায় মার্কিন সামরিক অভিযান পরিচালনা করা হলে তারা যুক্তরাষ্ট্রকে নিজ ভূখ- ব্যবহার করতে দেবেনা। গত সোমবার ব্রাজিলের ভাইস চেয়ারম্যান হ্যামিল্টন মাউরো কলম্বিয়ার রাজধানী বোগোটায় লিমা গ্রুপের বৈঠকের পর এই কথা জানিয়েছেন। প্রায় ১৪টি লাতিন আমেরিকার দেশের একটি জোট লিমা গ্রুপ। এই ব্লকের দেশগুলো নিজেদের মাঝে যে কোন সমস্যার সমাধানে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের সিদ্ধান্ত নিলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রাজিলের বর্তমান সরকার তা মেনে নেয়ার প্রতিশ্রুতি দেয়।
লিমা গ্রুপ ভেনিজুয়েলার বর্তমান সমস্যা সমাধানে শান্তিপূর্ণ পদক্ষেপ নেয়ার আহব্বান জানায়। এই প্রেক্ষিতে একটি টেলিভিশন সাক্ষাৎকারে মাউরো জানান, তার দেশ ভেনিজুয়েলার রাজনৈতিক অস্থিরতা যেন এই অঞ্চলে কোন সামরিক সংঘাতের জন্ম না দেয় তা নিশ্চিত করতে কাজ করছে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: