মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ : ২০০ থাই নাগরিককে সরিয়ে নেয়া হচ্ছে
প্রকাশিত:
২২ নভেম্বর ২০২৩ ১৪:০৯
আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ১৪:৪২

মিয়ানমারের উত্তরাঞ্চলে জান্তা সৈন্য এবং সশস্ত্র জাতিগত সংখ্যালঘু গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে দুই শতাধিক থাই নাগরিককে চীনের মধ্য দিয়ে থাইল্যান্ডে সরিয়ে নেয়া হবে। থাই পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বিত হামলার ফলে ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা মিয়ানমারের সামরিক বাহিনী দেশের বিভিন্ন অংশে বেশ কয়েকটি শহর ও সামরিক চৌকির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। গত মাস থেকে তারা তাদের হামলা জোরদার করেছে। যেকোনো সময়ের চেয়ে এখন তারা সবচেয়ে জোরালো আক্রমণ চালাচ্ছে।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমার কর্তৃপক্ষের সহায়তায় ২৬৬ জন থাই এবং অনির্দিষ্ট সংখ্যক ফিলিপিনো ও সিঙ্গাপুরের নাগরিককে উত্তরাঞ্চলীয় শান রাজ্যের লুয়াকাইং থেকে মিয়ানমার-চীন সীমান্তে সরিয়ে নেয়া হবে।
গ্রুপটিকে চীনে প্রবেশ করতে দেয়া হবে। পরে তাদেরকে বিমানযোগে কুনমিং সিটিতে নেয়া হবে। সেখান থেকে তাদের ব্যাংকক আনা হবে।
মন্ত্রণালয় প্রত্যাবাসনের কোনো সময়সূচি জানায়নি। তবে বলেছে যে ওই নাগরিকদেরকে রোববার চীন সীমান্তের কাছে নেয়া হয়েছে।
থাই কর্তৃপক্ষ আগে বলেছিল যে মিয়ানমারে কিছু লোক আটকা পড়েছে। তারা মানব পাচারের শিকার। এছাড়া কিছু টেলিকম প্রতারণা চক্রের সদস্য।
মিয়ানমারসহ দক্ষিণ-পূর্ব এশিয়া টেলিকম এবং অন্যান্য ধরনের অনলাইন প্রতারণার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে জাতিসঙ্ঘ জানিয়েছে। আর এ কাজের জন্য দুর্বৃত্ত চক্র লাখ লাখ লোককে পাচার করে সেখানে নিয়ে গিয়ে প্রতারণা কেন্দ্র এবং অন্যান্য অবৈধ কাজে নিয়োজিত করে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: