বাইডেন-ট্রাম্পের প্রথম মুখোমুখি বিতর্ক আজ
প্রকাশিত:
২৮ জুন ২০২৪ ১৬:১০
আপডেট:
২৮ জুন ২০২৪ ১৬:২০

চলতি বছরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রথমবারের মতো বিতর্কে অংশ নিচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯ টায় (বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল) জর্জিয়ার আটলান্টায় এই দুই নেতার মধ্যে বিতর্ক অনুষ্ঠিত হবে। বিতর্ক নিয়ে চাপে আছেন দুই নেতা। কারণ এই বিতর্কে জয়-পরাজয় জনপ্রিয়তার নির্ধারক হয়ে উঠতে পারে।
বর্তমানে ডেমোক্র্যাট প্রার্থী বাইডেনের চেয়ে জনপ্রিয়তায় সামান্য এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। এবারের বিতর্কে আইনের শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনীতি, ইসরাইল ও ইউক্রেন যুদ্ধ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে বাইডেন এবং ট্রাম্প উভয়ই ব্যক্তিগত আক্রমণের দিকেও যেতে পারেন।
জানা গেছে, বর্তমান ও সাবেক এই প্রেসিডেন্টদের মধ্যে ৯০ মিনিটের টেলিভিশন বিতর্ক অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে অসংখ্য মানুষের নজর থাকবে এই বিতর্কে। ২০১৬ সালে হিলারি ক্লিনটনের সঙ্গে ট্রাম্পের প্রথম বিতর্ক দেখেছিলেন প্রায় সাড়ে ৮ কোটি মানুষ। আগামী ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে নানা সংকটের মধ্যেই এবার নির্বাচন হতে যাচ্ছে দেশটিতে। এরই মধ্যে মার্কিন রাজনীতি নিয়ে মানুষ বিভক্ত হয়ে পড়েছে। অনেক মার্কিন ভোটারেরই আশঙ্কা নির্বাচনের পরে সংঘাত ছড়িয়ে পড়াতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মুখোমুখি বিতর্ক দর্শকদের জন্য বেশ আগ্রহোদ্দীপক বিষয়। গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, গুরুগম্ভীর কথা, হাসিঠাট্টা, তির্যক মন্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, গোলমাল, বিশৃঙ্খলা, এমনকি কেলেঙ্কারির নজিরও আছে এসব বিতর্কে। বিগত ৬০ বছরের বেশি সময়ের এমন বিতর্কে কিছু স্মরণীয় ঘটনারও জন্ম দিয়েছে।
আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। আজকের অনুষ্ঠান হবে প্রথম ঘটনা যখন দুজন প্রেসিডেন্ট একে অপরের সঙ্গে বিতর্ক করবেন। ২০২০ সালের অক্টোবর মাসের পর বাইডেন আর ট্রাম্প প্রথমবার একই ঘরে অবস্থান নেবেন। বিতর্কে ট্রাম্প সম্ভবত বাইডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনীতির অব্যবস্থাপনার অভিযোগ আনবেন। তিনি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সীমান্তে ঢিলে-ঢালা নিরাপত্তার জন্য বাইডেনকে দোষারোপ করবেন, যার ফলে হাজার হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে চলে আসতে পেরেছে। বাইডেন সম্প্রতি সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করেছেন। ট্রাম্প দাবি করেছেন, বাইডেন প্রশাসনের শুরুর দিকে অত্যধিক সরকারী ব্যয়ের কারণে বার্ষিক মূল্যস্ফীতি ৯ শতাংশে পৌঁছায়, যার ফলে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের জন্য পারিবারিক বাজেটে বড় আঘাত আসে। তবে মূল্যস্ফীতি মে মাসে ৩ দশমিক ৩ শতাংশে নেমে আসে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: