আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ ১৯ লাখ


প্রকাশিত:
৩১ আগস্ট ২০১৯ ২১:২৯

আপডেট:
২০ এপ্রিল ২০২৫ ০৫:৩২

আসামের চূড়ান্ত নাগরিক তালিকা থেকে বাদ ১৯ লাখ

প্রভাত ফেরী, আন্তর্জাতিক ডেস্ক: আসামের চূড়ান্ত নাগরিক তালিকা (এনআরসি) প্রকাশিত হয়েছে। প্রায় ৩ কোটি ৩০ লাখ আবেদনকারীর মধ্যে তালিকায় স্থান পেয়েছেন ৩ কোটি ১১ লাখ নাগরিক। অর্থাৎ প্রায় ১৯ লাখ চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছেন। তারা আগামী ১২০ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।



শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০ টায় অনলাইনে ও এনআরসি সেবাকেন্দ্রে এই তালিকা দেওয়া হয়।



তালিকায় নাম না থাকা বসবাসরতদের জন্য কি ভবিষ্যৎ অপেক্ষা করছে তা নিয়ে তৈরি হয়েছে উৎকণ্ঠা। তবে আসামের পুলিশ বিবৃতি সবাইকে অনুরোধ করেছে যেকোনো ধরনের সহিংসতা ও গুজব থেকে দূরে থাকার জন্য।



আসাম পুলিশ জানায়, চূড়ান্ত তালিকায় স্থান না পেলেও এখনই কেউ অবৈধ বিদেশি বলে বিবেচিত হবেন না। ফরেনার্স ট্র্যাইবুনালে তারা ১২০ দিনের মধ্যে আপিলের সুযোগ পাবেন। এ ব্যাপারে সরকারের পক্ষ থেকে সব ধরনের আইন সহায়তা দেওয়া। বিভিন্ন জায়গায়  ফরেনার্স ট্র্যাইবুনাল গঠনের কাজ চলছে।



নিরাপত্তার চাদরে পুরো রাজ্য



চূড়ান্ত তালিকা প্রকাশ ঘিরে রাজ্য জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। গুয়াহাটিসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে ১৪৪ ধারা জারির পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পাঠানো আধাসামরিক বাহিনীর অতিরিক্ত ৫১ কোম্পানি সেনা মোতায়েন করেছে আসাম সরকার। মোতায়েন করা হয়েছে ৬০ হাজার পুলিশ সদস্য এবং কেন্দ্র থেকে আসামে পাঠানো হয়েছে আরও ২০ হাজার আধাসামরিক বাহিনীর সদস্য।



শুক্রবার আসাম পুলিশের মহাপরিদর্শক কুলাধান শৈকিয়া জানিয়েছেন চূড়ান্ত তালিকা প্রকাশ সামনে রেখে রাজ্যে সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সের (সিএপিএফ) অতিরিক্ত ৫১ কোম্পানি সেনা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি জানান অতিরিক্ত এসব সেনা বর্তমানে রাজ্যে নিয়োজিত ১৬৭ কোম্পানি সিএপিএফ সদস্যদের সঙ্গে কাজ করবে। সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে বলেও জানান এই নিরাপত্তা কর্মকর্তা।



তালিকায় নাম না আসার গুজবে এক নারীর আত্মহত্যার খবর প্রকাশিত হয়েছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top