ইরানি দূতাবাসে ইরাকের বিক্ষোভকারীদের আগুন, নিহত ১


প্রকাশিত:
২৮ নভেম্বর ২০১৯ ২১:৫৯

আপডেট:
২৯ নভেম্বর ২০১৯ ১২:৩২

ইরানি দূতাবাসে ইরাকের বিক্ষোভকারীদের আগুন, নিহত ১

প্রভাত ফেরী ডেস্ক: ইরাকের বিক্ষোভ দিন দিন ব্যাপক আকার ধারণ করছে। গত অক্টোবর থেকে দেশটিতে যে বিক্ষোভ চলছে তা সহিংস রুপ ধারণ করছে বুধবার রাতে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাজাফে ইরানি দূতাবাসে ঢুকে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে সরকারবিরোধী বিক্ষোভকারীরা। এসময় পুলিশের গুলিতে অন্তত এক বিক্ষোভকারী নিহত ও অপর ৫৫ জন আহত হয়েছে। ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে বুধবার এই ঘটনার পর স্থানীয় কর্তৃপক্ষ কারফিউ জারি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, এই ঘটনাই ইরাকি বিক্ষোভকারীদের ইরান বিরোধী মনোভাবের সবচেয়ে জোরালো প্রকাশ।

ইরাকের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, কনস্যুলেট ভবনে হামলার আগেই সেখানে থাকা সকল কর্মকর্তা-কর্মচারিদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। আলজাজিরা প্রত্যক্ষদর্শীর বরাতে বলছে, বিক্ষোভকারীরা কনস্যুলেট ভবন চারপাশ থেকে ঘিরে সীমানা প্রাচীর ও মূল ভবনে অগ্নিসংযোগ করে।

কর্মসংস্থানের সংকট,নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত ১ সেপ্টেম্বর বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। ইরাকের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানসহ আঞ্চলিক কয়েকটি দেশের প্রভাব নিয়েও ক্ষোভ রয়েছে তাদের। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও অনিয়মের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আওয়াজ নিয়ে রাজপথে নামে বিক্ষোভকারীরা।  নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে।

কনস্যুলেট ভবন ঘেরাও করার পর বিক্ষোভকারীরা ইরানের পতাকা নামিয়ে তার স্থলে ইরাকের পতাকা ঝুলিয়ে দেয়। ভবনের পেছনের দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ইরাকে ইরানের হস্তক্ষেপ নিয়ে বিক্ষোভকারীদের এই ক্ষোভ। তারা ইরানের সংসদ ও রাজনৈতিক দলসহ সরকারি প্রতিষ্ঠানে প্রভাব খাটানোর জন্য ইরানকে দায়ী করে আসছে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top