কোরীয় উপদ্বীপ থেকে এখনই সেনা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই -ট্রাম্প


প্রকাশিত:
১৭ জুন ২০১৮ ১৫:২৭

আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২০:১৫

কোরীয় উপদ্বীপ থেকে এখনই সেনা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই -ট্রাম্প

এশীয় মিত্রদের নিরাপত্তা প্রশ্নে মার্কিন প্রতিশ্রুতির পুনরাচ্চরণের সমান্তরালে কোরীয় উপদ্বীপে আগামী আগস্টে অনুষ্ঠেয় সামরিক মহড়া স্থগিতের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বিভিন্ন পদক্ষেপের ব্যাপারে অবগত কয়েকজন কর্মকর্তাকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম 'সিএনএন' জানিয়েছে, বৃহস্পতিবারই ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত  আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা। সংবাদসূত্র : সিএনএন

সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে সমঝোতা চুক্তির পর সামরিক মহড়ার নামে কোরীয় উপদ্বীপে 'যুদ্ধ যুদ্ধ খেলা' বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে মহড়াকে ব্যয়বহুল ও উত্তর কোরিয়ার জন্য অমর্যাদাকর ঘোষণা করেন তিনি। ট্রাম্পের এই ঘোষণা তার এশীয় মিত্রদের মধ্যে উদ্বেগের জন্ম দেয়। তবে পেন্টাগনসহ প্রশাসনের পক্ষ থেকে তাদের আশ্বস্ত  করা হয়, ওয়াশিংটন মিত্রদের দেয়া নিরাপত্তা প্রতিশ্রুতি  রক্ষার প্রশ্নে অটল।

মহড়া বন্ধের ঘোষণা দিলেও কোরীয় উপদ্বীপ থেকে এখনই সেনা প্রত্যাহারের কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন ট্রাম্প। তারপরও ট্রাম্পের অবস্থান তার আঞ্চলিক মিত্রদের ভেতরে উদ্বেগ ও অস্বস্তির জন্ম দেয়। এমন সময় সেই ঘোষণা বাস্তবায়নে আনুষ্ঠানিক পদক্ষেপের খবর জানা গেল।

হোয়াইট হাউসের এমন পদক্ষেপের ব্যাপারে অবগত নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের সূত্রে সিএনএন জানিয়েছে, সিঙ্গাপুরের বৈঠকে ট্রাম্প যে সিদ্ধান্ত  ঘোষণা করেছেন, সেটি কীভাবে বাস্তবায়ন করতে হবে, তা নিয়ে মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষা দপ্তর পরিকল্পনা করছে।

আগামী আগস্টে 'উলচি ফ্রিডম গার্ডিয়ান' নামের সামরিক মহড়াটি করার দিনক্ষণ আগেই নির্ধারণ করে রাখা হয়েছিল। এ নিয়ে কয়েকটি দেশের সামরিক বাহিনীর সঙ্গে চূড়ান্ত পর্যায়ের পরিকল্পনা চলছিল।

ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভস্নাদিমির পুতিনের কাছে থেকে যৌথ সামরিক মহড়া স্থগিতের ধারণাটি পেয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে এ ব্যাপারে অবগত এক সূত্র সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। ওই সূত্রের দাবি, ট্রাম্প কারও কাছে এ সংক্রান্ত্ম ধারণা পেয়ে থাকলে তা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর কাছ থেকেই পেয়েছেন। কারণ, তিনি এ ব্যাপারে খুব সরব ছিলেন এবং এ নিয়ে ট্রাম্পের সঙ্গে তার আলাপ হয়েছে।

ওই সূত্র আরও জানান, উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্প যেসব প্রস্ত্মাব নিয়ে গেছেন, তার অন্যতম হলো যৌথ মহড়া স্থগিত করা। তবে আর কী কী বিষয়ে উত্তর কোরিয়াকে ছাড় দেয়া হবে, সে ব্যাপারে চূড়ান্ত্ম সিদ্ধান্ত্ম নিয়ে যাননি ট্রাম্প। বৈঠকে কিমের মতিগতি বুঝেই পদক্ষেপ নেয়ার পরিকল্পনা ছিল তার। সিঙ্গাপুরে যাওয়ার আগে উপদেষ্টাদের তিনি বলেছিলেন, বৈঠক কোথায় গড়ায় সেটা তিনি দেখতে চান। তবে বৈঠকের শেষে ট্রাম্প উপলব্ধি করেন, কিম এ ব্যাপারে আন্ত্মরিক। এরপর চুক্তির ব্যাপারে আগ্রহ দেখান। ওই সূত্র বলেন, 'ওটা খেলা চলাকালীন নেয়া সিদ্ধান্ত ছিল।'


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top