ট্রাম্পের মুসলিমদের ভ্রমণ নিষেধাজ্ঞার পক্ষে সুপ্রিম কোর্টের রায়
প্রকাশিত:
২৭ জুন ২০১৮ ০২:২৯
আপডেট:
৫ এপ্রিল ২০২৫ ২১:০৮

কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার সমর্থনে রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।
মঙ্গলবার (২৬ জুন) যুক্তরাষ্ট্রের শীর্ষ আদালত ৫-৪ রায়ে নিম্ন আদালতের সিদ্ধান্ত বাতিল করে দেয়। দেশটির নিম্ন আদালতে এই নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক বলে রায় দেয়া হয়েছিল।
মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার অধীন দেশগুলো হলো-ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন।
ট্রাম্পের এই ভ্রমণ নিষেধাজ্ঞাকে শরণার্থীরা সহ মানবাধিকার গ্রুপগুলো কর্তৃক ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় বেশ কয়েকটি সংযোজন-বিয়োজনের ঘটনা ঘটেছে।
আগের নিষেধাজ্ঞায় ইরাক এবং শাদ অর্ন্তভূক্ত ছিল। কিন্তু পরে এই দুটি দেশের নাম তালিকা থেকে বাদ দেয়া হয়েছে।
প্রশাসন বলছে, ‘নিষিদ্ধ দেশগুলোতে এই মুহূর্তে তাদের পরিচয়-ব্যবস্থাপনা এবং তথ্য শেয়ারিংয়ের ক্ষমতা, প্রোটোকল এবং চর্চার ব্যাপারে দুর্বল রয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে এসব দেশে তাদের নিজেদের অঞ্চলের মধ্যে বড় ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উপস্থিতি রয়েছে।’
হাওয়াই রাজ্য এই নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করেছিল এবং একজন ফেডারেল বিচারক এটি বাস্তবায়ন স্থগিত করেছিল। সূত্র: আল জাজিরা
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: