তরুণদের শুক্রাণু কমছে বার্গার-পিৎজা-এনার্জি ড্রিংকে : হার্ভাডের গবেষণা


প্রকাশিত:
২৮ জুন ২০১৯ ০৬:০৫

আপডেট:
১৯ এপ্রিল ২০২৫ ২২:৫৬

তরুণদের শুক্রাণু কমছে বার্গার-পিৎজা-এনার্জি ড্রিংকে  : হার্ভাডের গবেষণা

বার্গার, পিৎজা ইত্যাদি জাঙ্ক ফুডের অভ্যাস তরুণদের মধ্যে শুক্রাণু উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলছে বলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় ওঠে এসেছে। এতে সন্তানের প্রজননের ক্ষেত্রেও পিছিয়ে পড়ছে তারা।



সিএনএন জানায়, মঙ্গলবার ভিয়েনাতে ইউরোপিয়ান সোসাইটি অব হিউম্যান রিপ্রোডাকশনের বার্ষিক মিটিংয়ে গবেষণাটি উপস্থাপন করা হয়।



এতে গবেষকেরা জানিয়েছেন, বার্গার, ফ্রাইজ, পিৎজা এবং হাই এনার্জি ড্রিঙ্কে অভ্যস্ততার কারণে পশ্চিমা তরুণদের মধ্যে শুক্রাণু উৎপাদনের হার কমে যাচ্ছে।



সে তুলনায় যারা মাছ, মুরগি, ফলফলাদি, সবজি সহ পুষ্টিকর খাবার গ্রহণ করছে তাদের শুক্রাণু বৃদ্ধি ঘটছে বেশি। তাদের তুলনায় জাঙ্ক ফুডে অভ্যস্ত তরুণদের সন্তান জন্মদানের ক্ষেত্রে সক্ষমতা কম।



শুক্রাণুর সংখ্যা প্রতি মিলিমিটারে ১৫ মিলিয়নের চেয়ে কম হলে তা সন্তান জন্মদানের জন্য পর্যাপ্ত নয়। এ ধরনের শুক্রাণু নিয়ে একজন পুরুষ তার নারী সঙ্গীকে গর্ভবতী করতে পারে না।



এর আগে একটি পরিসংখ্যানে দেখা যায়- উত্তর আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের পুরুষদের শুক্রাণু উৎপাদন গত ৪০ বছরে ৫৯ শতাংশ কমে গেছে।



এর জন্য দায়ী করা হয়েছে খাদ্যাভ্যাসকে। অতিরিক্ত জাঙ্ক ফুড নির্ভরশীলতা ও এনার্জি ড্রিংক পানের কারণে এমনটা ঘটছে বলে গবেষকেরা জানিয়েছেন।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top