সিডনী শুক্রবার, ৬ই ডিসেম্বর ২০২৪, ২২শে অগ্রহায়ণ ১৪৩১


হ্যান্ডসাম বা আকর্ষণীয় পুরুষ : লাভলী ইসলাম


প্রকাশিত:
১৪ জুন ২০২০ ২১:২০

আপডেট:
৬ ডিসেম্বর ২০২৪ ১৭:৫৮

 

যাকে এক পলক দেখেই ভাল লেগে যায় এক কথায় সাধারণত তাকে অনেকেই হ্যান্ডসাম পুরুষ বলে থাকে ।

কোথাও কোন কাজে কর্মে পথে অফিসে কারো বাসায় বা কোন অনুষ্ঠানে এমন কিছু মানুষের সাথে দেখা হয়ে যায় প্রথম দেখাতেই ভাল লেগে যায় । যেতেই পারে এটাই অতিব স্বাভাবিক । 

এই দেখার সূত্র ধরেই অনেকেরই হাই হ্যালো থেকেই সৌজন্য সম্পর্কের দূরত্ব কমে আসে ধীরে ধীরে ।

ভাল লাগা ফোন নাম্বার বিনিময় করা, একটু আধটু কথা বলা, ধীরে ধীরে আরও ভাল লাগা থেকে এক ঝলক দেখা হ্যান্ডসাম পুরুষ মানুষটার প্রতি জমে যায় গভীর ভাল লাগা ।

এমন অনেক ঘটনাই আছে এক নজর দেখেই এক পুরুষ আকর্ষণীয় হয়ে উঠে এক নারীর মায়াময় চাহনীতে, বন্দি হয় মন দৃষ্টির বেড়াজালে ।

অনেক ক্ষেত্রে ভাল লাগার মানুষের সাথে সম্পর্ক ভাল লাগাতেই থেমে পথের গতি পরিবর্তন হয়ে যায় অন্য দিকে । 

আবার কিছু সম্পর্ক জড়িয়ে যায় জীবন জুড়ে চলার পথে সঙ্গী করে পায়ে পায়ে ।

কিছু পরে আবার এই ভাল লাগার আবেশটুকু বিলীন হয়ে যায় প্রত্যহ দেখা মানুষটির উগ্র মেজাজ চাল চলনে বলনে আচরনে ।

 

***

অনেক দামী পোষাক আর ব্যান্ডের পারফিউম ব্যবহার করেই আপনি হতে পারবেন না কারো দৃষ্টিতে হ্যান্ডসাম বা আকর্ষণীয় পুরুষ । 

অনেকেই আছেন কারো সাথে কথা শুরু করলে বকবক করতে করতে কান ঝালাপালা করে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় ।

অনেকেই আছেন পরিচয় হতে না হতেই তার চৌদ্দ গোষ্ঠীর নাম ঠিকানা পরিচয় থেকে শুরু করে তার বাড়িতে কয়টা হাড়ি পাতিল ডেক ডেকছি বাসন কোষন আছে হিসেব কষতে শুরু করেন । 

যা আপনি প্রথম দেখায় আকর্ষণীয় হলেও পরবর্তীতে আপনি হয়ে উঠবেন করোল্লার মত তিতা তিতা এমনকি অবশেষে চিরতার মত কঠিন তিতা ।

আপনাকে দেখার প্রথম ভাল লাগাটুকু নিমেষেই বিষিয়ে তুলবেন আপনি নিজেই নিজের অজান্তে ।

হতে পারে কোন নারীকে দেখে আপনি ও হয়ত কোথাও ক্রাশ খেয়ে ফেলেছেন । সে ক্ষেত্রে আপনার দৃষ্টি নন্দন আঁখি যুগল বারে বারে ঘুরেফিরে আপনারই অজান্তে তার উপর গিয়ে পড়ছে ভুতের আছরের মত ।

এ সব ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতনার সাথে এগুতে হবে । নারী লাস্যময়ী লজ্জাবতী কোন শালীন নারীই পছন্দ করবে না কোন পুরুষের দৃষ্টি নারীর পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার প্রদক্ষিন করুক । তবে হ্যাঁ এক দুইবার চুরি করে দেখে নেয়া যেতে পারে ক্রাশ খাওয়া নারীর সুন্দর ফিগার বা পোষাক আশাক সচেতনার সাথে ,যেন আপনার ক্রাশ আপনার চাহনিকে ইভটিজিং এর পর্যায়ে নিয়ে ভাল লাগা উপহার দৃষ্টি দেওয়ার বদলে বাঁশ না দেয় ।

কেবল চোখে চোখে কথা বলাই ভাল লাগা ভালবাসার এক দূরান্ত বোঝাপড়ার বহিপ্রর্কাশ যা হাজার কথার ভীড়ে ও প্রকাশ করা সহজ হয় বেশীরভাগ ক্ষেত্রে ।

সেই শ্রেষ্ঠ গানের কথা অনেকেই হয়ত জানেন ।

 

"চোখ যে মনের কথা বলে

চোখে চোখ রাখা শুধু নয়

চোখের সে ভাষা বুঝতে হলে 

চোখের মত চোখ  থাকা চাই  "

অথবা 

"চোক্ষের নজর এমনি কইরা

একদিন ক্ষইয়া যাবে 

পোড়া চোখে যা দেখিলাম 

তাই রইয়া যাবে "

 

***

কি ভাবে নিজেকে আকর্ষণীয় পুরুষ করে ধরে রাখবেন ।

* নিজেকে হ্যান্ডসাম করে রাখতে কোন নির্দিষ্ট বয়সের সীমাবদ্ধতা নেই ।

* খুব ঝকঝকে তকতকে চেহারার দরকার নেই ।

* বেশি দামী কাপড় জুতা বা পারফিউমের দরকার নেই ।

* অনেক নামী দামী গণ্যমান্য ব্যক্তি হবার দরকার নেই ।

* অনেক বেশি অর্থশালী ও হবার দরকার নেই ।

মনে রাখবেন টাকা জীবনের জন্য প্রয়োজন কিন্তু টাকায় ভালবাসা আর সুখ কেনা যায় না । 

সব নারীরা কিন্তু লোভী নয় প্রয়োজনের আয়োজনেই সন্তুষ্ট থাকতে পছন্দ করে ।

 

সুন্দর মনের নারীর কাছে উদার মনের একজন ব্যক্তিত্ব সম্পন্ন বন্ধু সুলভ পুরুষ মানুষই অনেক বেশী হ্যান্ডসাম বা আকর্ষণীয় ।

 

সিগারেট খাওয়া পোড়া ঠোঁট আপনার সৌন্দর্য নষ্ট করবে ।

আপনি যে বয়সেরই হোন না কেন 

* আপনার ফিগার স্লিম রাখুন 

* আপনার পেট কন্ট্রোলে রাখুন

* আপনার চাল চলন কথা বার্তায় নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন ।

* আপনার সাদা কালো এলোমেলো চুল ও অনেক নারীর ভাল লাগায় হাতছানি দিতে পারে ।

* দামী কমপ্লিটের চেয়ে অতি সাধারণ পাঞ্জাবিতে আপনাকে অনেক বেশি আকর্ষণীয় লাগতে পারে ।

* অতি অংহকারী ভাব পরিহার করুন ।

* দামী নয় নোংরা নয় পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আপনার আকর্ষণ বাড়াবে ।

* সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে (বাদ দেওয়াই উত্তম) কোন নারীর মুখের কাছে গিয়ে কথা বলার চেষ্টা না করাই নিরাপদ । আপনার মুখের উগ্র উৎকট গন্ধে আপনার প্রতি গড়ে উঠা আকর্ষণটা হারিয়ে ফেলবেন তাৎক্ষনাৎ ।

* কারো সাথে প্রয়োজনীয় কথা বলার সময় গুছিয়ে ছিমছাম করে তা বলুন যেন আপনাকে বাচাল মনে না হয় ।

* অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকুন ।

* কোন মেয়ে মানুষের গায়ে পড়া স্বভাব পরিহার করুন ।

* কথায় কথায় মেয়ে মানুষের হাতে ধরা বা গায়ে ধরার অভ্যাস থাকলে তা ত্যাগ করুন ।

* নিজের খাওয়া অবশিষ্টাংশ কাউকে খেতে অনুরোধ করা থেকে বিরত থাকুন। 

* কোন মেয়ে মানুষের সেল ফোন নাম্বার চাইবার আগে ভেবে দেখুন তা চাইবার মত পরিস্থিতি আপনার অনুকূলে আছে কিনা ।

* কাউকে ভাল লাগলে চোখের ভাষা পড়ে দেখুন তার চোখ আপনাকে রিসিভ করে কিনা ।

* অবশ্যই অন্যের স্ত্রীর প্রতি ক্রাশ খাওয়া থেকে বিরত থাকুন 

* আপনার স্ত্রীর জায়গাটুকু খালি আছে কিনা সেটা ভাবুন ক্রাশ খাওয়ার আগে ।

* হয়ে উঠুন একজন হ্যান্ডসাম আকর্ষণীয় পুরুষ একজন নারীর চোখে মন মননে ভাল লাগায় ভালবাসায় ।

 

লাভলী ইসলাম
লন্ডন

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top