করোনারও হবে পরাজয় : হোসাইন মকবুল
প্রকাশিত:
৪ জুলাই ২০২০ ২৩:৪১
আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২০ ২২:৫৮
বোশেখ এলো, বোশেখ গেলো
জ্যৈষ্ঠ এলো, জ্যৈষ্ঠ গেলো
আষাঢ় এলো, বর্ষা নামলো।
আর কতো ঘরে থাকা যায়!
জীবনে আছে রোগ বালাই
বাঁচতে হলে জীবীকাও যে চাই।
যুগো যুগে আসে বালাই, বিপর্যয়
কতো প্রাণ অকালে ঝরে যায়;
বহমান জীবন কি থেমে রয়।
আতঙ্কে বাড়ে উদ্বেগ, উৎকন্ঠা
উত্তম নিজেকে নিরাপদ রাখা
সকল বিপর্যয়ে মানুষের হয়েছে জয়
সেদিন দুরে নয়, করোনারও হবে পরাজয়।
হোসাইন মকবুল
রাজশাহী
বিষয়: হোসাইন মকবুল

আপনার মূল্যবান মতামত দিন: