পাঠশালা : গোলাম আযম


প্রকাশিত:
৮ আগস্ট ২০২০ ২৩:২৪

আপডেট:
২২ জানুয়ারী ২০২৬ ০২:৫৬

 

মাগো আমার পড়ালেখার 
খাতা কলম কই,
খানিকপরে পড়তে বসব
সাজিয়ে রাখো বই।

বাংলা গনিত ইংরেজিটা
পড়ছি কিনা রোজ,
শত কাজের ভিরে মাগো
রাখো তুমি খোঁজ।

রোজ বিহানে পাঠশালাতে
স্যারে ধরে পড়া,
পড়ালিখা দিয়েই মাগো
হয়যে জীবন গড়া।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top