এখনও নিঃসঙ্গ নই : শেখ ফিরোজ
প্রকাশিত:
১০ অক্টোবর ২০২০ ২৩:১৩
আপডেট:
১৩ মার্চ ২০২৫ ২৩:২০
এই পথে হেঁটে যেতে যেতে বন্ধুত্ব নিমিষে নিখোঁজ হলে -
এই ধূলো মাটির পরতে পরতে জমে থাকা সম্পর্কের আড়ালে
সামাজিক বন্ধ্যাত্বের হৈ চৈ মিছিলে দেখি অগ্রগামী সর্বভূক।
এই পথে হেঁটে যেতে যেতে খুঁজে পাই কী দারুণ আভরণ সুখ!
নদীর কোন নিঃসঙ্গতা নেই;যদি থাকে স্রোত আর প্রবাহের ধ্বনি,
আমার কোন নিঃসঙ্গতা নেই;
যদি থাকে হাতছানি দেয়া অজস্র গাছ-
আম, জাম, কৃষ্ণচূড়া, জারুল, বকুল, মেহগনি।
এখানে কোন বন্ধুত্ব নেই;
সম্পর্কের বন্ধ্যাত্ব নামে প্রতিদিন খসে পড়া হলুদাভ পাতার মত।
শুকনো পাতার মত পদতলে নিষ্পেষিত হলে
মর্মর আওয়াজ তুলে তবু বলতে পারি-
বন্ধুত্ব না হোক; মানবের স্পর্শ পেয়েছি বৈকি !
তা আর হলো কোথায় ? নেই, নেই ! এখানে ওখানে কোনখানে নেই।
তবুও নেই কোন নিঃসঙ্গতা
অবারিত অম্লজান অন্ধকারেও বলে যায় কথা -
তাই নিরেট এই নিঃসঙ্গতার মাঝেও
এখনও আমি নিঃসঙ্গ নই।
বিষয়: শেখ ফিরোজ
আপনার মূল্যবান মতামত দিন: