কাল বৈশাখী : শ্রী রাজীব দত্ত 


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২১ ২২:৪২

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:৫৬

ছবিঃ শ্রী রাজীব দত্ত 

 

স্নিগ্ধ বাতাসে হিমের পরশ
চলে গিয়েছে আমাকে ছেড়ে,
এখন শুধু যন্ত্রণাদায়ক রৌদ্র শরীর
বৃষ্টির ফোটা কমলতায় ভেজাতে চায় আমারে।

মনে বারে বার উঠেছে ঝড়
যেন কোন এক কালবৈশাখী,
মিশে গিয়েছে সব যন্ত্রণা অজান্তে 
চুপিসারে কোন নাম না জানা দিগন্তে।

যতবার কালবৈশাখী দেখেছি আমি
নতুন করে প্রশ্ন জেগেছে আমার মনে,
ঝড় কি শুধু তছনছ করে
নাকি স্মৃতি দিয়ে নতুন স্বপ্ননীড় গড়ে। 

এক ভিন্ন  সম্পর্কে জড়িত আমি তোমার সাথে
তোমার বিচরণে সব হয় লন্ডভন্ড,
তুমি কাল বৈশাখী, আর সে শুধুই বৈশাখী
প্রেম আঙিনায় দিয়ে গেছে ভাঙাহৃদয় খন্ড।

 

শ্রী রাজীব দত্ত  
কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত



আপনার মূল্যবান মতামত দিন:


Top