শ্রমিক : আবদুল বাতেন 


প্রকাশিত:
১ মে ২০২১ ১৯:১৩

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২১:০৭

 

শরীর শহরে তাঁর ঘামের ঘরবাড়ি
ঝাঁঝালো ক্লান্তির কোলাহল।
অস্থিমজ্জা
তুমুল তুষ করে চিবিয়ে চিবিয়ে 
ক্ষমাহীন ক্ষুধা।
বক্ষে বাঁধা ফোরাতের তীরে তাঁর
তৃষ্ণার তীব্রতা!
হাতুড়ির অবিরত আঘাতে, তবু সে
গড়ে সভ্যতার সিঁড়ি।



আপনার মূল্যবান মতামত দিন:


Top