ধ্বনিজ আবেশ : জয়িতা চট্টোপাধ্যায়


প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৪ ১৯:৫০

আপডেট:
৪ এপ্রিল ২০২৫ ২০:৫৮

ছবিঃ জয়িতা চট্টোপাধ্যায়

 

অলস রোদ ঘরের সামনে গড়িয়ে পড়ে
আমার সর্বস্ব নেমে আসে
নিরিবিলিতে
নৈরাশ্যের মাঠে
যেখানে অস্তরাগ শব্দ করে
ব্রহ্মভাণ্ড থেকে পাতালে
ভালোবাসার জলে ভরা নদী আলো হয়ে ওঠে


বদলে যায় বর্ণরীতি, জান্মান্ধের খাদ্য
ধ্বনিজ আবেশে কাতরায় পুতুল সংসার
অরুন্ধতি আড়াল করে ডিম্বানুর কান্না
লাল কাপড়ের টুকরোতে জড়িয়ে রাখে
একটা টুকরো জীবন - সর্বস্ব নামে ডিপ্রেশন।

 

জয়িতা চট্টোপাধ্যায়
শ্যামনগর, উত্তর চব্বিশ পরগনা, ভারত


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top