সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


শচিনের পথে হাঁটছেন কোহলি


প্রকাশিত:
২৭ জুন ২০২০ ২৩:৫৯

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১৫:০৭

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সফল অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, ক্রিকেটের ভারত হলো ফুটবলের ব্রাজিলের মতো। যারা কি না প্রতিনিয়ত প্রতিভার জন্ম দিয়ে থাকে।  একটা সময় ছিলেন সুনিল গাভাস্কার, মহিন্দর অমরনাথ, কপিল দেবরা। তাদের পরে শচিন টেন্ডুলকার, মোহাম্মদ আজহারউদ্দিন, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়রা। এর খেলা ছাড়ার পর ভিরেন্দর শেবাগ, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, গৌতম গম্ভীরদের পর এখন বিরাট কোহলি-রোহিত শর্মারা এগিয়ে নিয়ে যাচ্ছেন ভারতের ক্রিকেট।
তবে ভারতের ক্রিকেটের সেরা ব্যাটসম্যানের আলোচনা এলে এখন সব কথা আটকে যাবে দুইটি নামে। প্রথমটি অবশ্যই শচিন টেন্ডুলকার। আর পরের নামটি বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। যিনি এরই মধ্যে করে ফেলেছেন প্রায় ২২ হাজার রান। তিন ফরম্যাটেই তার গড় ৫০ এর ওপরে।
ক্রিকেট বিশ্লেষকদের অনেকেরই মত, শচিনের শতকের শতক অর্থাৎ ১০০ সেঞ্চুরির রেকর্ড যদি কেউ ভাঙতে পারে, তাহলে সেটা অবশ্যই হবেন বিরাট কোহলি। এরই মধ্যে ৭০টি সেঞ্চুরি হাঁকিয়ে সে পথেই হাঁটছেন কোহলি। এছাড়া শচিনের করা বেশিরভাগ রেকর্ড কোহলিই ভাঙবেন বলে বিশ্বাস অনেকের।
আর সে কারণেই পাকিস্তানের সাবেক পেসার উমর গুলের কাছে, এরই মধ্যে শচিনের জায়গা নিয়ে ফেলেছেন কোহলি। আগে শচিনই তার প্রিয় হলেও, এখন কোহলিকে এগিয়ে রাখছেন গুল। মাঠ এবং মাঠের বাইরে- সবখানেই কোহলিতে মুগ্ধ পাকিস্তানের এ পেসার।
ক্রিককাস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার প্রিয় ছিলেন শচিন টেন্ডুলকার। তবে এটি এখন বিরাট কোহলি। গত ৪-৫ বছর ধরে বিরাট যেভাবে পারফরম করছে, সেই আমার প্রিয় ব্যাটসম্যান। যেভাবে নিজেকে বদলে নিয়েছে। মাঠের মধ্যে এখন ওর সব মনোযোগ থাকে নিজের পারফরম্যান্সের ওপর। আমি সবসময় ওর ব্যাটিং উপভোগ করি।’
২০০৬ থেকে ২০১২ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দলের মূল পেসার ছিলেন গুল। ক্যারিয়ারে অনেক উত্থান-পতন দেখেছেন তিনি। মাত্র ৪৭ টেস্টে ১৬৩ উইকেট, ১৩০ ওয়ানডেতে ১৭৯ উইকেট ও ৬০ টি-টোয়েন্টিতে তার শিকার ৮৫টি উইকেট।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top