বাটলার ঝড়ে ইংল্যান্ডের সিরিজ জয়
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২০ ২৩:১২
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:২১

প্রভাত ফেরী: ১৯তম ওভারের পঞ্চম বলটি যখন করতে এলেন অ্যাডাম জাম্পা, জয়ের জন্য ৮ বলে ছয় রান দরকার। জস বাটলার আর অপেক্ষায় থাকতে রাজি ছিলেন না। অস্ট্রেলিয়ান লেগস্পিনার সোজা তুলে মারলেন-ছয়! সাত বল বাকি থাকতেই ইয়ন মরগানের ইংল্যান্ড ম্যাচ জিতে নিলো ৬ উইকেটে। জস বাটলারের দুর্দান্ত ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে নিয়েছে ইংল্যান্ড। ৬ উইকেটের এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে ইংলিশরা।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ইংলিশ ওপেনার জস বাটলার। তার ঝড়ো ব্যাটিংয়ে ৭ বল হাতে রেখেই ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ৪৫ বল খেলে একাই ৭৭ রান করেন বাটলার। ৮টি বাউন্ডারির সঙ্গে তিনি ছক্কার মার মারেন ২টি। তার এই ঝড়ো ব্যাটিংয়েই ইংল্যান্ডকে সহজ জয় এনে দিলো। একই সঙ্গে সিরিজও। ম্যাচ সেরার পুরস্কারও উঠলো তার হাতে।
বাটলারের সঙ্গে অসি বোলারদের দারুণ মোকাবেলা করেন তিন নম্বরে ব্যাট করতে নামা ডেভিড মালান। ৩২ বল খেলে ৪২ রান করে আউট হন তিনি। বাউন্ডারির মার মারেন ৭টি।
১৫৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জনি বেয়ারেস্টর উইকেট হারায় ইংল্যান্ড। দলীয় ১৯ রানের মাথায় হিট উইকেটে আউট হয়ে যান বেয়ারেস্ট। ১১ বলে ৯ রান করেন তিনি। এরপরই বাটলার আর মালান জুটি বাধেন। এই জুটিতে উঠে আসলো গুরুত্বপূর্ণ ৮৭টি রান।
শেষ দুই ওভারে জেতার জন্য ইংলিশদের দরকার ছিল ১৮ রান। ২ বলে ১০ রান নিয়ে কাজটা সহজ করে দেন মঈন আলী। এরপর বিশাল ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাটলার।
এর আগে ইংলিশ বোলারদের দাপুটে বোলিংয়ে মাত্র ৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে অস্ট্রেলিয়া। ৩০ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফেলা অজিরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। এর মধ্যেই ৩৩ বলে ৪০ রানের ইনিংস খেলেন অজি অধিনায়ক ও ওপেনার অ্যারন ফিঞ্চ। ৩৫ রান আসে মার্কাস স্টয়নিসের ব্যাট থেকে।
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৫৭/৭ (ওয়ার্নার ০, ফিঞ্চ ৪০, কেয়ারি ২, স্মিথ ১০, স্টয়নিস ৩৫, ম্যাক্সওয়েল ২৩, অ্যাগার ২৩, কামিন্স ১৩*, স্টার্ক ২*; আর্চার ১/৩২, উড ১/২৫, কারান ০/২৫, রশিদ ১/২৫, জর্ডান ২/৪০, মইন ০/৮)।
ইংল্যান্ড: ১৮.৫ ওভারে ১৫৮/৪ (বাটলার ৭৭*, বেয়ারস্টো ৯, মালান ৪২, ব্যান্টন ২, মর্গ্যান ৭, মইন ১৩*; স্টার্ক ১/২৫, কামিন্স ০/২৪, রিচার্ডসন ০/১৯, ম্যাক্সওয়েল ০/১৬, জ্যাম্পা ১/৪২, অ্যাগার ২/২৭)।
ফল: ইংল্যান্ড ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জস বাটলার
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: