সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে আজ শুরু হচ্ছে আইপিএল


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২০ ২২:২৭

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ২২:৪৮

 

প্রভাত ফেরী: দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শুরু হচ্ছে আইপিএলের ২০২০ সালের আসর। করোনাভাইরাসের কারণে ভারতের বদলে পুরো টুর্নামেন্ট সরিয়ে নেয়া হয়েছে আরব আমিরাতে। সেখানেই আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও রানার্সআপ চেন্নাই সুপার কিংস।

 আজ (শনিবার) রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসর। করোনাভাইরাসের কারণে এবারের আসরে নেই দর্শক প্রবেশাধিকার, এমনকি সংবাদ সংগ্রহের জন্য সংবাদকর্মীরাও যেতে পারবেন না স্টেডিয়ামে।

মাঠের লড়াইয়ে নামার আগে পুরোপুরি প্রস্তুত দুই দল। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সকল বিদেশি খেলোয়াড়রাও। ফলে পূর্ণ শক্তির দল নিয়ে হাড্ডাহাড্ডি এক লড়াই উপহার দিতে পারবে মুম্বাই ও চেন্নাই। মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার মতে, এ দুই দলের লড়াইটিই আসলে আইপিএলের এল ক্লাসিকো ম্যাচ।

এল ক্লাসিকো ম্যাচ মূলত বলা হয় স্পেনের দুই শক্তিশালী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার লড়াইকে। তাদের মতোই চির প্রতিদ্বন্দ্বিতা বোঝাতে মুম্বাই-চেন্নাই ম্যাচকেও এল ক্লাসিকো বলছেন রোহিত। এখনও পর্যন্ত ১২ আসরের মধ্যে চারবার ফাইনালে মুখোমুখি হয়েছে এ দুই দল। যেখানে তিনবার জয়ী হয়েছে মুম্বাই।

এছাড়া আইপিএলের ইতিহাসের সফলতম দলও মুম্বাই এবং চেন্নাই। সর্বোচ্চ চারবার শিরোপা জিতেছে মুম্বাই, চেন্নাইয়ে কেবিনেটে শিরোপা একটি কম। যা প্রমাণ দেয় আইপিএলে কতটা প্রতিদ্বন্দ্বিতা চলে মুম্বাই ও চেন্নাইয়ের মধ্যে। তাই এ লড়াইয়ের ব্যাপারে কিছু বলতে বলা হলে, রোহিত ছোট্ট করে উত্তর দেন, ‘এটা আইপিএলের এল ক্লাসিকো ম্যাচ।’

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে আইপিএল চেয়ারম্যান বলেছেন, ‘এত সব ঝামেলার পরেও আইপিএল অনুষ্ঠিত হতে দেখা সত্যিই সন্তোষজনক। অবশেষে আমরা এটি করতে পারছি। তবে এটা মাত্র শুরু। আইপিএল অনেক লম্বা টুর্নামেন্ট। আমরা এখানে কোনো ভুলের জায়গা রাখতে পারি না। তবে অবশ্যই এটা খুবই তৃপ্তিদায়ক।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি, আইপিএল পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে ক্রিকেটপ্রেমিরা হতাশ হয়ে পড়েছিল। টুর্নামেন্টের ভবিষ্যতের ব্যাপারে কোনো কিছু নিশ্চিত ছিল না। তবে এখন তারা (দর্শক) লাইভ ক্রিকেট দেখার সুযোগ পাচ্ছে। তাই আমি মনে করি, এবার সর্বোচ্চ মানুষ আইপিএল দেখবে এবং গত আসরের চেয়েও বড় হবে এবারের টুর্নামেন্ট।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top