দ্বিতীয়বারের পরীক্ষাতেও করোনা পজিটিভ রোনালদো


প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২০ ০০:২৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:৫৯

 

প্রভাত ফেরী: দ্বিতীয়বারের পরীক্ষাতেও করোনামুক্ত হতে পারেননি জুভেন্টাস তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গত ১৩ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন জুভেন্টাস তারকার করোনায় আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করে। এরপর রোনালদোকে পর্তুগাল থেকে দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় ইতালিতে। সেখানে আইসোলেশনে থেকেছেন, প্রয়োজনীয় চিকিৎসা নিয়েছেন। বেশ সুস্থও হয়ে উঠেছেন রোনালদো।

১১ দিন পর ২২ অক্টোবর তার দ্বিতীয় কোভিড টেস্ট করার কথা ছিল। সেই অনুযায়ী পরীক্ষা করিয়েছেন ‘সিআর সেভেন’। কিন্তু সুখবর মেলেনি। আবারো করোনা পজিটিভ হয়েছেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবল তারকা। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, দ্বিতীয় পরীক্ষাতেও রোনালদোর শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। ফলে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বার্সেলোনার বিপক্ষে ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। বুধবার (২৮ অক্টোবর) চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-জুভেন্টাসের ম্যাচ।

করোনা আক্রান্ত হলেও অবশ্য ভেঙে পড়েননি রোনালদো। বরং ফিটনেস ঠিক রাখার কাজ করে যাচ্ছেন এর মধ্যেও। সম্প্রতি কোয়ারেন্টিনে থাকা পর্তুগিজ যুবরাজ হোম ট্রেনিংয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। অসুস্থ হওয়ার পর মাথার চুলও ফেলে দিয়েছেন জুভ তারকা।

রোনালদোকে মেসির বার্তা: দ্বিতীয় করোনা পরীক্ষাতেও পজিটিভ এসেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর নমুনার ফলাফল। ফলে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বুধবারের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। টুর্নামেন্টের ‘জি’ গ্রুপে রয়েছে মেসির বার্সেলোনা ও রোনালদোর জুভেন্টাস।

রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এ ম্যাচ দিয়েই প্রথমবারের মতো একে অপরের বিপক্ষে মাঠে নামতেন এ দুই বিশ্বতারকা। কিন্তু বাঁধ সাধল করোনাভাইরাস। জুভেন্টাসের পক্ষ থেকে উয়েফাকে জানানো হয়েছে, রোনালদোর সবশেষ অবস্থা। ম্যাচের ২৪ ঘণ্টা আগে করা করোনা পরীক্ষায় যদি নেগেটিভ হন রোনালদো, তাহলে মাঠে নামতে কোনো বাধা থাকবে না তাঁর। আর এটিরই অপেক্ষায় রয়েছেন রোনালদোর চীরপ্রতিদ্বন্দ্বী মেসি। তিনি আশা করছেন, শিগগিরই সুস্থ হয়ে যাবেন রোনালদো এবং খেলবেন বার্সেলোনার বিপক্ষে ম্যাচে। কেননা বিশ্ব ফুটবলে মেসি-রোনালদোর লড়াইটা বরাবরই স্পেশাল। যেটা নিয়মিতই দেখা যেতো স্প্যানিশ লা লিগায়।

ইংল্যান্ডভিত্তিক ব্রডকাস্টিং প্রতিষ্ঠান ডিএজেএনকে মেসি বলেছেন, ‘অবশ্যই! ক্রিশ্চিয়ানো যখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলতো, তখন ম্যাচগুলো (এল ক্লাসিকো) স্পেশাল ছিল। তাদের বিপক্ষে ম্যাচ বরাবরই স্পেশাল। তবে সাথে ক্রিশ্চিয়ানো থাকলে ম্যাচের পরিবেশ-পরিস্থিতি পুরোপুরি বদলে যায়।’ তবে এখন যে আর এল ক্লাসিকোতে ক্রিশ্চিয়ানর মুখোমুখি হওয়া সম্ভব নয়, এই বাস্তবতা মেনে নিয়েছেন মেসিও। তাই তিনি চ্যাম্পিয়নস লিগের ম্যাচটিতে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে রয়েছেন। আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সেরে উঠবেন রোনালদো।

মেসির ভাষ্য, ‘এটা (এল ক্লাসিকোর লড়াই) এখন অতীত। আমরা সবাই এখন সামনের দিনের কথা ভাবি, নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হই। বুধবার তেমনই একটা চ্যালেঞ্জের সামনে পড়া লাগতে পারে। আমরা আশা করছি শিগগিরই সুস্থ হয়ে উঠবে রোনালদো এবং সেই ম্যাচে খেলবে।’


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top