এলক্লাসিকোতে আজ মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২০ ২১:৩৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:৫৯

প্রভাত ফেরী: ‘ক্লাসিকো ক্লাসিকোই’, এই উক্তি লা লিগা প্রধান হাভিয়ের তেবাসের। ক্লাব ফুটবলে বিশ্বের সবচেয়ে বড় ম্যাচ। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল স্টেডিয়ামে লড়বে। কিন্তু ন্যুক্যাম্পের ৯৯ হাজার আসন খাঁখাঁ করবে। ‘দর্শক ছাড়া যে কোনো ফুটবল ম্যাচ খেলার মৌলিকত্ব নষ্ট করে দেয়’, তেবাসের হাহাকারে স্পষ্ট, কী হারাতে চলেছে মৌসুমের প্রথম ক্লাসিকো। স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা থাকলেও সারা বিশ্বে ৬৫০ মিলিয়ন দর্শক খেলা দেখবেন টিভিতে, অ্যাপসে।
ক্লাসিকো বলুন কিংবা লা লিগা- মেসি হচ্ছেন ‘জুয়েল ইন দ্য ক্রাউন’। রাজমুকুট তার মাথায়। কিন্তু ফর্ম তার বিরুদ্ধে। বার্সেলোনা বরং দুই টিনএজার ফাতি ও পেদ্রির ওপর নির্ভর করতে চাইবে। নিজেদের মাঠে খেলা বার্সার জন্য অদৃশ্য অনুপ্রেরণা। ন্যুক্যাম্পে পাঁচবারের একটিবারও হরেননি জিদান। নিজেদের শেষ দুই ম্যাচে কাদিজ ও শাখতারের কাছে হেরে বসা রিয়ালের জন্য এটি হতে পারে অনুপ্রেরণা। বার্সার ডাচ কোচ রোনাল্ড কোমান মেসিদের তাতাবেন কী বলে। সপ্তাহান্তে হেতাফের কাছে হারে তিনিও রয়েছেন অস্বস্তিতে।
বার্সার মাঠে কাতালানদের ‘কতল’ করা রিয়ালের জন্য খুবই কঠিন। কিন্তু জিদানের জন্য ন্যুক্যাম্পের সুখস্মৃতি রিয়ালকে ভরসা দিচ্ছে। রিয়ালের কোচ হিসেবে বার্সার সঙ্গে নয়বারের সাক্ষাতে দু’বার হেরেছেন জিদান। দু’বারই এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে। বার্সার বিপক্ষে জিদানের চারটি জয় ও তিনটি ড্রয়ের রেকর্ড কাতালানদের জন্য মোটেও স্বস্তিদায়ক নয়। কিন্তু ক্লাসিকোর আগে কাদিজ ও শাখতারের কাছে রিয়ালের হারে অনেকের ভ্রু কুঞ্চিত হয়েছে। প্রশ্ন উঠেছে জিদানের কৌশল নিয়ে। উৎকণ্ঠা বেড়েছে রিয়াল শিবিরে।
কোচ রোনাল্ড কোম্যানের জন্য আরো সুখবর হচ্ছে, ক্লাসিকোতে তিনি পেতে পারেন জর্দি আলবাকে। স্প্যানিশ ডিফেন্ডার চোটে পড়ায় তার জায়গায় ডাচ কোচ মাঠে নামিয়েছিলেন সের্জিনো দেস্তকে। লেফট -ব্যাক হিসেবে ডাচ ডিফেন্ডার কোম্যানকে নিরাশ করেননি। যার কারণে ঐতিহাসিক ক্লাসিকোতেও অভিষেক হয়ে যেতে পারে দেস্তের। হয়তো তাকে দেখা যেতে পারে সার্জিও রবার্তোর বিকল্প হিসেবে। আক্রমণভাগে লিওনেল মেসি, ফিলিপ্পে কৌতিনহো ও আনসু ফাতির সঙ্গে আঁতোয়া গ্রিজম্যানকে রাখতে পারেন বার্সা কোচ। তবে কোম্যান তার স্কোয়াডে পাচ্ছেন না চোটে পড়া নিয়মিত গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগান ও স্যামুয়েল উমতিতিকে।
রিয়াল মাদ্রিদও লড়াই করছে চোটের সঙ্গে। বার্নাব্যুতে আসার পর থেকেই চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে এডেন হ্যাজার্ডকে। ক্লাসিকোতেও বাইরে থাকছেন বেলজিয়ান ফরোয়ার্ড। সঙ্গে সেই তালিকায় যোগ হতে পারেন চোটে পড়া দানি কারভাহাল, আলভারো ওদ্রিওজোলা ও মার্টিন ওদেগার্ড।
তবে কোচ জিনেদিন জিদানের জন্য স্বস্তির বিষয় হচ্ছে, চোট কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক সার্জিও রামোস। রক্ষণভাগে তার সঙ্গে রাইট-ব্যাক হিসেবে থাকতে পারেন নাচো ও লেফট-ব্যাকের দায়িত্বে দেখা যেতে পারে ফার্লাান্দ মেন্দিকে। আক্রমণভাগে করিম বেনজেমার সঙ্গী হিসেবে ভিনিসিয়াস জুনিয়রকে মাঠে নামাতে পারেন জিজু। মিডফিল্ডে সেই চিরচেনা লুকা মদ্রিচ, টনি ক্রুস, কাসেমিরো ও ফেডে ভালভার্দের ওপর আস্থা রাখবেন রিয়াল কোচ।
রিয়াল মাদ্রিদের সম্ভাব্য একাদশ: থিবু কোর্তোয়া, নাচো, রাফায়েল ভারানে, সার্জিও রামোস, ফার্লান্দ মেন্দি, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, ফেডে ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমা।
বার্সেলোনা সম্ভাব্য একাদশ: নেতো, সের্জিনো দেস্ত, জেরার্ড পিকে, ক্লেমেন্ট ল্যাংলেট, জর্দি আলবা, সার্জিও বুসকেটস, ফ্রাঙ্কি ডি ইয়ং, আঁতোয়া গ্রিজম্যান, ফিলিপ্পি কৌতিনহো, আনসু ফাতি ও লিওনেল মেসি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: