আজ এলিমিনেটর ম্যাচে মুখোমুখি ওয়ার্নার-কোহলি


প্রকাশিত:
৬ নভেম্বর ২০২০ ২৩:০৯

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ১৭:৫৯

 

প্রভাত ফেরী: আইপিএলের এলিমিনেটর ম্যাচে আজ ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। শিরোপা জেতার স্বপ্নকে জিইয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই দুদলেরই।

এবারের আসরে গ্রুপ পর্বের ম্যাচে দুবার মুখোমুখি হয়েছে দুদল। প্রথম ম্যাচে কোহলির দল ১০ রানে জিতলেও দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতেছে ওয়ার্নারবাহিনী। এদিকে বৃহস্পতিবার দিল্লি ক্যাপিট্যালসকে ৫৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে আইপিএলের ফাইনালে উঠে গেছে মুম্বাই ইন্ডিয়ান্স।

মুম্বাই ইন্ডিয়ান্সের করা ২০০ রানের জবাবে ২০ ওভারে ৮ উইকেটে ১৪৩ রান তুলতে পেরেছে শ্রেয়াস আইয়ারের দল। ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন জসপ্রিত বুমরাহ। তবে ফাইনালে যেতে আরও একটি সুযোগ পাচ্ছে দিল্লি। কোয়ালিফায়ার-১ ম্যাচটি জয়ী দলের বিপক্ষে জিতলেই প্রথমবারের মত আইপিএল ফাইনাল খেলবে দিল্লি।

গ্রুপ পর্বে ১৪টি করে ম্যাচ খেলেছে প্রতিটি দল। ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে মুম্বাই। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করে দিল্লি। সমান ১৪ পয়েন্ট করে রয়েছে হায়দ্রাবাদ ও ব্যাঙ্গালুরুর। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় তিন নম্বরে অবস্থান ডেভিড ওয়ার্নারের দলের। নেট রান রেট কম থাকায় ১৪ পয়েন্ট নিয়েও বাদ পড়েছে কলকাতা নাইট রাইডার্স।

আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৩তম আইপিএলের ফাইনাল ম্যাচ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top