সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি খুলনা


প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২০ ২২:৩৩

আপডেট:
৩ মে ২০২৪ ২০:০৯

 

প্রভাত ফেরী: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-বরিশালের মধ্যকার এই ম্যাচে যারা হেরে যাবে, তাদের বিদায় নিশ্চিত। আর যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচের (চট্টগ্রাম-খুলনা) হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার সাড়ে ৪টায় মুখোমুখি হবে।

আগের ম্যাচে ঢাকাকে হারিয়েই শেষ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করেছে বরিশাল। ওই ম্যাচে তাহহিদ হৃদয়, আফিফ হোসেন ও সাইফ হাসান; এই তিন তরুণের ফিফটিতে ভর করে ১৯৩/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। বড় স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ নাঈম শেখের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি গিয়েও মাত্র ২ রানে হেরে যায় ঢাকা। সেই ম্যাচের পরাজয় তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকার গায়ে। তার আগেই তারা প্লেঅফ নিশ্চিত করেছিল। তবে আজকের ম্যাচ দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে ফাইনালের আগেই বিদায় নিতে হবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা অথবা তামিম ইকবালের বরিশালের। 

সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি খুলনা: পারফরমেন্স, পরিসংখ্যান কিংবা সমালোচনা- যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা পারফর্মার দল গাজী গ্রুপ চট্টগ্রাম। শীর্ষে থেকেই তারা প্লে অফে গেছে। আগামীকাল সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফাইয়ারে তারা জেমকন খুলনার মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। তারকাবহুল দলটির বিপক্ষে খেলার আগে আত্মতুষ্টিতে ভূগছে না তরুণ তুর্কীদের নিয়ে গড়া চট্টগ্রাম।

গ্রুপ পর্বের ধারাবাহিকতাটুকু প্লে অফে ধরে রাখতে চান চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। তিনি আজ সাংবাদিকদের বলেন, 'এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা হয়তো গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে ছিলাম, কিন্তু কোয়ালিফাইয়িং এর খেলা সম্পুর্ণ আলাদা। আমরা খুলনাকে দুইবার হারিয়ে দিলেও তারা খুবই মানসম্পন্ন একটি দল। তাই আরেকবার তাদের বিপক্ষে জয় পেতে সেরা ম্যাচটিই খেলতে হবে।'

জেমকন খুলনায় আছেন মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহদের মতো বড় বড় সব সুপারস্টার। তারপরেও দলটির পারফর্মেন্স আশানুরূপ নয়। অন্যদিকে তরুণদের দল চট্টগ্রামের হয়ে লিটন-সৌম্য-মুস্তাফিজরা আসরজুড়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন। রানের দিক দিয়ে সবার ওপরে লিটন দাস আর উইকেটের দিক দিয়ে মুস্তাফিজুর রহমান আছেন শীর্ষে। ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে চট্টগ্রাম। অন্যদিকে খুলনা গ্রুপ পর্বের ৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ৮ পয়েন্ট। তাই প্লে অফের লড়াইয়ে চট্টগ্রামই এগিয়ে।

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি খুলনা

প্রভাত ফেরী: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-বরিশালের মধ্যকার এই ম্যাচে যারা হেরে যাবে, তাদের বিদায় নিশ্চিত। আর যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচের (চট্টগ্রাম-খুলনা) হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার সাড়ে ৪টায় মুখোমুখি হবে।

আগের ম্যাচে ঢাকাকে হারিয়েই শেষ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করেছে বরিশাল। ওই ম্যাচে তাহহিদ হৃদয়, আফিফ হোসেন ও সাইফ হাসান; এই তিন তরুণের ফিফটিতে ভর করে ১৯৩/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। বড় স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ নাঈম শেখের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি গিয়েও মাত্র ২ রানে হেরে যায় ঢাকা। সেই ম্যাচের পরাজয় তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকার গায়ে। তার আগেই তারা প্লেঅফ নিশ্চিত করেছিল। তবে আজকের ম্যাচ দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে ফাইনালের আগেই বিদায় নিতে হবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা অথবা তামিম ইকবালের বরিশালের। 

সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি খুলনা: পারফরমেন্স, পরিসংখ্যান কিংবা সমালোচনা- যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা পারফর্মার দল গাজী গ্রুপ চট্টগ্রাম। শীর্ষে থেকেই তারা প্লে অফে গেছে। আগামীকাল সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফাইয়ারে তারা জেমকন খুলনার মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। তারকাবহুল দলটির বিপক্ষে খেলার আগে আত্মতুষ্টিতে ভূগছে না তরুণ তুর্কীদের নিয়ে গড়া চট্টগ্রাম।

গ্রুপ পর্বের ধারাবাহিকতাটুকু প্লে অফে ধরে রাখতে চান চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। তিনি আজ সাংবাদিকদের বলেন, 'এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা হয়তো গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে ছিলাম, কিন্তু কোয়ালিফাইয়িং এর খেলা সম্পুর্ণ আলাদা। আমরা খুলনাকে দুইবার হারিয়ে দিলেও তারা খুবই মানসম্পন্ন একটি দল। তাই আরেকবার তাদের বিপক্ষে জয় পেতে সেরা ম্যাচটিই খেলতে হবে।'

জেমকন খুলনায় আছেন মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহদের মতো বড় বড় সব সুপারস্টার। তারপরেও দলটির পারফর্মেন্স আশানুরূপ নয়। অন্যদিকে তরুণদের দল চট্টগ্রামের হয়ে লিটন-সৌম্য-মুস্তাফিজরা আসরজুড়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন। রানের দিক দিয়ে সবার ওপরে লিটন দাস আর উইকেটের দিক দিয়ে মুস্তাফিজুর রহমান আছেন শীর্ষে। ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে চট্টগ্রাম। অন্যদিকে খুলনা গ্রুপ পর্বের ৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ৮ পয়েন্ট। তাই প্লে অফের লড়াইয়ে চট্টগ্রামই এগিয়ে।

টস জিতে ফিল্ডিংয়ে বরিশাল, সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি খুলনা

প্রভাত ফেরী: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের এলিমিনেটর ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা-বরিশালের মধ্যকার এই ম্যাচে যারা হেরে যাবে, তাদের বিদায় নিশ্চিত। আর যারা জিতবে তারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচের (চট্টগ্রাম-খুলনা) হেরে যাওয়া দলের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে মঙ্গলবার সাড়ে ৪টায় মুখোমুখি হবে।

আগের ম্যাচে ঢাকাকে হারিয়েই শেষ দল হিসেবে প্লেঅফ নিশ্চিত করেছে বরিশাল। ওই ম্যাচে তাহহিদ হৃদয়, আফিফ হোসেন ও সাইফ হাসান; এই তিন তরুণের ফিফটিতে ভর করে ১৯৩/৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে বরিশাল। বড় স্কোর তাড়া করতে নেমে মোহাম্মদ নাঈম শেখের ঝড়ো ব্যাটিংয়ে জয়ের কাছাকাছি গিয়েও মাত্র ২ রানে হেরে যায় ঢাকা। সেই ম্যাচের পরাজয় তেমন কোনো প্রভাব পড়েনি ঢাকার গায়ে। তার আগেই তারা প্লেঅফ নিশ্চিত করেছিল। তবে আজকের ম্যাচ দুদলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে হারলে ফাইনালের আগেই বিদায় নিতে হবে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন ঢাকা অথবা তামিম ইকবালের বরিশালের। 

সন্ধ্যায় চট্টগ্রামের মুখোমুখি খুলনা: পারফরমেন্স, পরিসংখ্যান কিংবা সমালোচনা- যে দৃষ্টিকোণ থেকেই দেখা হোক না কেন, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সেরা পারফর্মার দল গাজী গ্রুপ চট্টগ্রাম। শীর্ষে থেকেই তারা প্লে অফে গেছে। আগামীকাল সোমবার মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম কোয়ালিফাইয়ারে তারা জেমকন খুলনার মুখোমুখি হবে। সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। তারকাবহুল দলটির বিপক্ষে খেলার আগে আত্মতুষ্টিতে ভূগছে না তরুণ তুর্কীদের নিয়ে গড়া চট্টগ্রাম।

গ্রুপ পর্বের ধারাবাহিকতাটুকু প্লে অফে ধরে রাখতে চান চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিথুন। তিনি আজ সাংবাদিকদের বলেন, 'এখানে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। আমরা হয়তো গ্রুপ পর্বের পয়েন্ট তালিকার শীর্ষে ছিলাম, কিন্তু কোয়ালিফাইয়িং এর খেলা সম্পুর্ণ আলাদা। আমরা খুলনাকে দুইবার হারিয়ে দিলেও তারা খুবই মানসম্পন্ন একটি দল। তাই আরেকবার তাদের বিপক্ষে জয় পেতে সেরা ম্যাচটিই খেলতে হবে।'

জেমকন খুলনায় আছেন মাশরাফি, সাকিব, মাহমুদউল্লাহদের মতো বড় বড় সব সুপারস্টার। তারপরেও দলটির পারফর্মেন্স আশানুরূপ নয়। অন্যদিকে তরুণদের দল চট্টগ্রামের হয়ে লিটন-সৌম্য-মুস্তাফিজরা আসরজুড়ে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে যাচ্ছেন। রানের দিক দিয়ে সবার ওপরে লিটন দাস আর উইকেটের দিক দিয়ে মুস্তাফিজুর রহমান আছেন শীর্ষে। ৮ ম্যাচের ৭টিতেই জিতেছে চট্টগ্রাম। অন্যদিকে খুলনা গ্রুপ পর্বের ৮ ম্যাচ থেকে সংগ্রহ করেছে মাত্র ৮ পয়েন্ট। তাই প্লে অফের লড়াইয়ে চট্টগ্রামই এগিয়ে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top