ভারতের বোলারদের তোপে দুইশ’র আগেই অলআউট অস্ট্রেলিয়া


প্রকাশিত:
২৭ ডিসেম্বর ২০২০ ০০:১১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২০:২৬

 

প্রভাত ফেরী: বক্সিং-ডে টেস্টের প্রথম দিনে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের বোলাররা।  বুমরা-অশ্বিনদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৯৫ রানেই অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।  প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করতে পারেননি কোনো অসি ব্যাটসম্যান।  সর্বোচ্চ ৪৮ রানের ইনিংস এসেছে মার্নাস লাবুশানের ব্যাট থেকে। শনিবার মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় অস্ট্রেলিয়া। ইনিংসের পঞ্চম ওভারেই জো বার্নসকে শূন্য রানে হারান জাসপ্রিত বুমরা। 

৩০ রান করে রবিচন্দ্র অশ্বিনের ঘূর্ণিবলে আউট হন ম্যাথু ওয়েড।  দ্বিতীয় টেস্টেও ব্যর্থ হয়েছেন অ্যাডিলেডে দুই ইনিংসে ২ রান করা স্টিভ স্মিথ। অশ্বিনের ঘূর্ণিবলের ফাঁদে পড়ে এবার ফিরলেন শূন্য রানে।

এভাবে ৩৮ রানেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে অস্ট্রেলিয়া। তবে পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেড কিছুটা এগিয়ে নেন দলকে। তবে বেশি দূর নিয়ে যেতেন পারেননি তিনি। ৯২ বলে ৩৮ রান করে বুমরার পেসে ধরাশায়ী হন। ট্রাভিসের আউটের পর আর প্রতিরোধ গড়তে পারেননি অসি ব্যাটসম্যানরা। নাথান লায়নের টি-টোয়েন্টি মেজাজে করা ২০ রানের ইনিংস ছাড়া আর কেউ উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। ৩ উইকেটে ১২৪ রান থেকে ১৯৫ রানেই অলআউট হয়ে গেছেন অসিরা।  বুমরাহ-অশ্বিনের দাপুটে বোলিংয়ে ৭১ রানে ৭ উইকেট হারিয়েছেন স্বাগতিকরা।

 শেষ পর্যন্ত ৭২.৩ বল খেলে ১৯৫ রানে থেমে গেছে অস্ট্রেলিয়ার ইনিংস। ভারতের পক্ষে ৫৬ রানে ৪ উইকেট নিয়েছেন বুমরা। ৩৫ রানে রবিচন্দ্রন অশ্বিন ৩টি আর ৪০ রান খরচায় ২ উইকেট নেন মোহাম্মদ সিরাজ। নিজেদের প্রথম ইনিংস খেলতে নেমে পড়েছে ভারত। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ রান করেছে ভারত। হারিয়েছে মায়াঙ্ক আগারওয়ালের উইকেট।  ইনিংসের শুরুতে স্টার্কের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে শূন্য রানে সাজঘরে ফিরেছেন মায়াঙ্ক।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top