মিলানের জয়ের নায়ক ইব্রাহিমোভিচ
প্রকাশিত:
১৯ জানুয়ারী ২০২১ ১৮:১৪
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৫৩

প্রভাত ফেরী: জয়ের নায়ক হলেন ইনজুরি থেকে ফিরেই ইব্রাহিমোভিচ। ইতালিয়ান সিরি আ’য় অভিজ্ঞ এই ফরোয়ার্ডের গোলেই কাগলিয়ারিকে ২-০ ব্যবধানে হারিয়েছে এসি মিলান।
পুরো ম্যাচে বল দখলে আধিপত্য দেখায় কাগলিয়ারি। তবে ৭ মিনিটে পেনাল্টি গোলে মিলানকে লিড এনে দেন জ্লাতান ইব্রাহিমোভিচ।
পিছিয়ে পড়ে আরও আক্রমণ বাড়ায় স্বাগতিকরা। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।
৫২ মিনিটে প্রতিপক্ষ রক্ষণ ভেঙে দারুণ এক গোল করে মিলানের ব্যবধান দ্বিগুণ করেন ইব্রা। বাকি সময় আর খেলায় ফিরতে পারেনি কাগলিয়ারি।
এই জয়ে ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রাখলো এসি মিলান। সমান ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার মিলান।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: