ফের হাসপাতালে ভর্তি সৌরভ গাঙ্গুলী
প্রকাশিত:
২৮ জানুয়ারী ২০২১ ১৮:৩০
আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৫৩

প্রভাত ফেরী: ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে কলকাতার অ্যাপোলো গ্লেনিগ্রেস হাসপাতালে আবারো ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে আচমকা বুকে ব্যথা অনুভব করেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ।
এর আগে ২ জানুয়ারি শরীরচর্চার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। কলকাতার বেসরকারি উডল্যান্ডস হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ায় একটি স্টেইন বসানো হয়। পরে ডা. দেবি শেঠী ও অন্য বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ৭ জানুয়ারি তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। তার পর থেকে মহারাজের শারীরিক পরিস্থিতি স্বাভাবিকই ছিল। কিন্তু বুধবার ফের ছন্দপতন হয়।
অসুস্থতার খবর শুনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করে সৌরভের স্বাস্থ্যের খবর নিয়েছেন। অ্যাপোলো হাসপাতালের সিইও রানা দাশগুপ্ত জানিয়েছেন, ‘আপাতত স্থিতিশীল আছেন সৌরভ। শারীরিক প্যারামিটার সব ঠিক আছে। তবে বৃহস্পতিবার (আজ) তার অ্যানজিওপ্ল্যাস্টি হবে। একটা মেডিক্যাল বোর্ড তার চিকিৎসা করছে।’
বিষয়: সৌরভ গাঙ্গুলী
আপনার মূল্যবান মতামত দিন: