শেষ মুহূর্তে শীর্ষে শেখ রাসেল


প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৬

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৫৩

 

প্রভাত ফেরী: নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে। শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের খেলোয়াড়, অফিসিয়ালরা। কিন্তু সে সময়েই দলটি ধাক্কা খেয়ে বসে আত্মঘাতী গোলে।

মোহাম্মদ সোয়েব মিয়ার নিশ্চয়ই ঘুম হবে না রাতে। অপেক্ষকৃত শক্তিশালী দলের বিপক্ষে এক পয়েন্ট পেলে তা হতো জয়ের চেয়েও বেশি। সে সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল। কিন্তু ইনজুরি সময়ে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন তিনি।

শেষ মুহূর্তে পাওয়া জয়ে শেখ রাসেল ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।

 



আপনার মূল্যবান মতামত দিন:


Top