সফল পরিকল্পনায় বাংলাদেশের স্বস্তি কেড়ে নিলেন জসুয়া


প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২১ ২০:৪১

আপডেট:
১৫ মার্চ ২০২৫ ২৩:৫৫

 

প্রভাত ফেরী: ঢাকা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা ছিল ক্যারিবীয়দের কমপক্ষে ৩ উইকেট প্রথম সেশনেই ফেলে দেয়া।
সে লক্ষ্যে সফলতার সাথে এগোচ্ছিল বাংলাদেশ। ৯০ রানে থাকা এনক্রুমাহ বোনারকে আউট করে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়েছিল মেহেদী হাসান মিরাজ।
কিন্তু সেই স্বস্তি কেড়ে নিলেন অপরপ্রান্তে টিকে থাকা জুসুয়া দা সিলভা। আলজারি জোসেফকে নিয়ে জুটি গড়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি।
ইতিমধ্যে ৫৯ রানের জুটি গড়েছেন জসুয়া-জোসেফ। দলীয় সংগ্রহ এখন ৩২৫। অর্থাৎ এ জুটি ভাঙতে না পারলে ৪০০ রানের পাহাড়ে চাপা পড়তে পারে বাংলাদেশ।
আজ সকাল থেকেই দ্রুত গতিতে রান এগিয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। মধ্যাহ্ন বিরতির আগে মাত্র ১ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে তারা।
২৬৬ রানে বোনার ফেরার পর বাংলাদেশের ম্যাচে ফেরার সুযোগ ছিল। কিন্তু অন্য প্রান্তে দাঁড়িয়ে থাকা জসুয়ায় ডুবছে বাংলাদেশ। বলতে গেলে দায়িত্বটা বোনারের কাছ থেকে নিয়ে পুরোপুরি সফল জসুয়া।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ফেলেছেন জসুয়া। ১৩৬ বলে ৭০ রান করে অপরাজিত রয়েছেন। তাকে কত রানে থামানো যায় সেই পরিকল্পনা আঁটছেন মুমিনুল।
আর অন্যপ্রান্তে টেস্টকে ওয়ানডে বানিয়ে খেলছেন আলজারি জোসেফ। টাইগার স্পিনারদের ওপর চেপে বসেছেন। ৪৮ বলে ৩৪ রান করে ফেলেছেন ইতিমধ্যে। যেখানে ৫ চার ও ২ ছক্কার মার রয়েছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির পর মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৩৩৫ রান। ১৫৫ বল খেলে ৭৬ রানে অপরাজিত জসুয়া। অপরপ্রান্তে ওয়ানডে মেজাজে খেলে যাচ্ছেন জোসেফ। ৩৮ রানে অপরাজিত তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


Top