সিডনী শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


অবশেষে আবারও কলকাতা নিলো সাকিবকে


প্রকাশিত:
১৯ ফেব্রুয়ারি ২০২১ ২২:৩৫

আপডেট:
৩ মে ২০২৪ ২০:১৩

ফাইল ছবি

 

প্রভাত ফেরী: দুই নম্বর সেটে প্রথমে নাম আসে অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলের। যেখানে তাকে নিয়ে বেশ লড়াই চলে চেন্নাই ও বেঙ্গালুরুর। শেষ পর্যন্ত ১৪ কোটি ২৫ লাখ রুপিতে ম্যাক্সওয়েলকে নিয়ে যায় কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এই সেটে দ্বিতীয় অলরাউন্ডারের নাম আসে কেদার যাদবের। প্রথম রাউন্ডে তাকে দলে নেয়নি কেউ। এরপরই নিলামের জন্য নাম আসে বাংলাদেশের সাকিব আল হাসানের। সাকিবকে প্রথম ডাকে প্রীতি জিনতার কিংস ইলেভেন পাঞ্জাব। দলটি সাকিবের জন্য দাম বলে ২ কোটি ২০ লাখ রুপি। এরপর দৃশ্যপটে কলকাতা। তারা হাঁকে ২ কোটি ৪০ লাখ।
খানিক নীরবতার পর পাঞ্জাব নড়েচড়ে বসে। তারা হাঁকে ২ কোটি ৬০ লাখ রুপি। কলকাতার আগ্রহটাই বেশি ছিল সাকিবকে নিয়ে। এক লাফে সাকিবের দাম দলটি বলে ৩ কোটি ২০ লাখ রুপি। এরপর আর কোনো দল আগ্রহ না দেখালে কলকাতার হয়ে যান সাকিব।
সাকিবের সেটে থাকা ইংল্যান্ডের মঈন আলিকে নিয়েছে চেন্নাই সুপার কিংস। তার মূল্য সাত কোটি রুপি।
এর আগে এক নম্বর সেটে স্টিভেন স্মিথকে ২ কোটি ৮০ লাখে নেয় রাজস্থান রয়্যালস।

 


বিষয়: সাকিব


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top