ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনা ওপেনে চ্যাম্পিয়ন নাদাল


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ১৯:১৫

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ০৪:৩১

 

প্রভাত ফেরী: একটু সমস্যা হলেই শিরোপা হাতছাড়া হয়ে যেতে পারত রাফায়েল নাদালের। তৃতীয় সেটে এক সময় স্তেফানোস সিসিপাসের সঙ্গে পয়েন্টের ব্যবধান ছিল মাত্র এক। শেষ পর্যন্ত খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বার্সেলোনা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল।

টেনিস ডটকমের খবরে জানা গেছে, ফাইনালে নাদাল প্রথম সেট জেতেন ৬-৪ গেমে। দ্বিতীয় টেস টাই-ব্রেকারে জিতে নেন সিসিপাস ৬/৭ (৬)। তৃতীয় সেটে নাদাল প্রথমে পিছিয়ে ছিলেন ৪-৫ গেমে। সিসিপাস একটি পয়েন্ট জিতলেই তিনি চ্যাম্পিয়ন হয়ে যেতেন।

শেষ পর্যন্ত তা হয়নি। নাদাল তৃতীয় সেট জেতেন ৭-৫ গেমে। ফরাসি ওপেনের পর বার্সেলোনা ওপেন থেকে নাদাল ১২তম ট্রফি ঘরে তুলে নেন।

জয়ের পর নাদাল বলেন, ‘আমার মনে হয় না এমন ম্যাচ আগে কখনও খেলেছি। এই সাফল্য আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই অনুভূতিটা অন্যরকম।

 


বিষয়: নাদাল


আপনার মূল্যবান মতামত দিন:


Top