প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজ বাঁচানোর লড়াইয়ে টাইগাররা
প্রকাশিত:
৯ এপ্রিল ২০২২ ০০:৫৭
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৯:১১

সিরিজ বাঁচানোর মিশন। ড্র করলেও হারতে হবে সিরিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কঠিন পরীক্ষা মাথায় নিয়ে দ্বিতীয় টেস্টে নামছে বাংলাদেশ দল।
বাঁচামরার এই লড়াইয়ে একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। শারীরিক অসুস্থতার কারণে ওপেনিংয়ে আগের ম্যাচে খেলতে পারেননি তামিম ইকবাল। তিনি ফিরেছেন একাদশে। বাদ পড়েছেন সাদমান ইসলাম।
চোটের কারণে দেশে ফিরে এসেছেন দুই পেসার তাসকিন আহমেদ আর শরিফুল ইসলাম। তাসকিন প্রথম টেস্টের একাদশে ছিলেন। তার জায়গায় দ্বিতীয় টেস্টে জায়গা করে নিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
অর্থাৎ এবার একাদশে দুজন স্পেশালিস্ট স্পিনার (মিরাজ ও তাইজুল) নিয়ে খেলছে বাংলাদেশ। তিন পেসারের জায়গায় এই টেস্টে থাকছেন দুজন-এবাদত হোসেন আর খালেদ আহমেদ।
অন্যদিকে প্রোটিয়া একাদশে কোনো পরিবর্তন আসেনি। প্রথম টেস্টজয়ী দলের ওপরই ভরসা রেখেছে স্বাগতিক টিম ম্যানেজম্যান্ট।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলি রাব্বি, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং তাইজুল ইসলাম।
দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউই, কেগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকেলটন, কাইল ভেরেন (উইকেটরক্ষক), উইয়ান মাল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডোয়াইন অলিভার।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: