১৩৩ বছর পর প্রথম স্পিনার হিসেবে টেস্টে বোলিং ওপেন করলেন মিরাজ


প্রকাশিত:
১০ এপ্রিল ২০২২ ০১:০৮

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ১৮:৪৬

 

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি ম্যাচের শুরুতেই স্পিনার ব্যবহারের ঘটনা ঘটছে অহরহ। তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে এমনটা বিরলই বটে। মেহেদী হাসান মিরাজের সৌজন্যে শুক্রবার পোর্ট এলিজাবেথ টেস্টে সেই বিরল ঘটনাই দেখা গেল।

প্রথম দিনে উইকেটের একপ্রান্তে বোলিং ওপেন করেছেন এই টাইগার। সেন্ট জর্জেস পার্কে ১৩৩ বছর পর প্রথম স্পিনার হিসেবে টেস্টে বোলিং ওপেন করেছেন তিনি। প্রথমজন জন ব্রিগস। ১৮৮৯ সালের ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে বোলিং পায় ইংল্যান্ড। তৎকালীন ইংলিশ অধিনায়ক অব্রে স্মিথ প্রথমেই বোলিংয়ে পাঠান বাঁহাতি স্পিনার বিগ্রসকে। মিরাজ করেছেন দ্বিতীয় ওভার। পার্থক্য কেবল এতটুকুই।

দক্ষিণ আফ্রিকায় স্পিনারদের ওপেন করার রেকর্ড আরও আছে। ১৮৮৯ সালের ওই সিরিজেই কেপটাউন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে বোলিং ওপেন করেছিলেন প্রোটিয়া স্পিনার রোজ-ইনেস। ১৮৯৬ সালে জোহানেসবার্গ টেস্টে ইংলিশদের বিপক্ষে একই ঘটনার সাক্ষী হন আরেক প্রোটিয়া স্পিনার জর্জ রোয়ে। একই সিরিজের পরের ম্যাচে শুরুতেই বল হাতে তুলে নেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার টেড টেলর। দক্ষিণ আফ্রিকায় ১০ বছর পর স্পিনার হয়েও বোলিংয়ে ওপেন করেন স্বাগতিক অব্রে ফকনার এবং ইংলিশ কলিন ব্লাইথ।

পরের ঘটনা ১৯৩৫ সালে। সেবার জোহানেসবার্গ টেস্টে স্বাগতিকদের বিপক্ষে উইকেটের দুই প্রান্তে ওপেন করেন দুই অস্ট্রেলিয়ান স্পিনার আর্নি ম্যাকরমিক এবং বিল ও’রাইলি। এই দুজনের পর প্রথম স্পিনার হিসেবে আরও নির্দিষ্ট করে বললে ৮৭ বছর পর দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে বোলিং ওপেন করলেন মিরাজ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top