বড় অঙ্কের বোনাস পেলেন ক্রিস্তিয়ানো রোনালদো


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২২ ০১:৫৩

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:২৩

 

বয়সটা ৩৭, তবু যেন ফুটবল পায়ে ধার কমেনি ক্রিস্তিয়ানো রোনালদোর। এই বয়সেও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে করছেন নিয়মিত গোল। এর ফায়দাও পাচ্ছেন তিনি। প্রতিটি গোলের জন্য পাচ্ছেন বড় অঙ্কের বোনাস।

চলতি মৌসুমে রেড ডেভিলদের জার্সিতে করেছেন ২১ গোল। গতকাল নরউচের বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এতে বেড়ে গেছে বোনাসের পরিমাণ। প্রথম ২০ গোলের জন্য রোনালদো বোনাস পেয়েছেন সাত লাখ ৫০ হাজার পাউন্ড। আর হ্যাটট্রিক করায় পেয়েছেন আরো এক লাখ পাউন্ড।

ইংলিশ গণমাধ্যম জানাচ্ছে, লিগের বাকি ম্যাচগুলোতে প্রতিটি গোলে বোনাস হিসেবে রোনালদো পাবেন এক লাখ পাউন্ড করে। চলতি প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বাকি আছে আরো সাতটি ম্যাচ।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top