সিডনী শুক্রবার, ২৬শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা


প্রকাশিত:
২৬ এপ্রিল ২০২২ ০০:৫৮

আপডেট:
২৬ এপ্রিল ২০২৪ ১১:৪৭

 

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টের জন্য রবিবার (২৪ এপ্রিল) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পারিবারিক কারণে গত সিরিজ খেলতে না পারলেও এই সিরিজে রাখা হয়েছে সাকিব আল হাসানকে। ফিটনেস ঠিক থাকলে খেলবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এ ছাড়া দলে রাখা হয়েছে পেসার রেজাউর রহমান রাজাকে। তবে অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সাদমান ইসলাম।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ১৫ মে চট্টগ্রামে এবং দ্বিতীয় টেস্ট ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত হবে।

এই সিরিজটি চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

বাংলাদেশ স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলি, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Developed with by
Top