শিরোপা জিতে ইতিহাস গড়লেন কার্লো আনচেলত্তি
প্রকাশিত:
৩০ মে ২০২২ ১৯:৩১
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০০:৩৩

টানটান উত্তেজনার ম্যাচে লিভারপুলকে কাঁদিয়ে রেকর্ড গড়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করল রিয়াল। ম্যাচশেষে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভাষা খুঁজে পাচ্ছিলেন না রিয়ালের ইতালিয়ান কোচ আনচেলত্তি।
অবিশ্বাস্য শিরোপা জয়ের পর আনচেলত্তি বলেন, 'আমি বিশ্বাস করতে পারছি না। কঠিন একটা ম্যাচ ছিল। প্রথমার্ধে আমরা ভুগেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত (আমরা জিতেছি)…এবারে যে ম্যাচগুলো আমরা খেলেছি, আমি মনে করি, এই প্রতিযোগিতায় জয়ী হওয়ার যোগ্য আমরা।'
এছাড়া তিনি বলেন, 'আমরা খুব খুশি। আর কীই-বা বলতে পারি। এর বেশি কিছু বলতে পারব না। আমি মনে করি, আসলেই কঠিন সব ম্যাচ পার করে এসেছি আমরা। আগের ম্যাচে সমর্থকরা আমাদের খুবই সাহায্য করেছিল, আজ রাতেও তারা সাহায্য করেছে। আমরা খুশি এবং তারাও খুশি।'
প্রথম কোচ হিসাবে চারটি চ্যাম্পিয়ন্স লিগে জিতলেন আনচেলত্তি। প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়লেন ৬২ বছর বয়সী এই কোচ। এর আগে এসি মিলানের কোচ হিসেবে দুইবারে এই ট্রফি জিতেছিলেন তিনি।
এমন কীর্তিতে উচ্ছ্বসিত আনচেলত্তি বলেন, 'গত বছর এই দলে আসার সৌভাগ্য হয়েছিল আমার এবং দারুণ একটা মৌসুম কাটালাম। রিয়াল চমৎকার একটি ক্লাব এবং আসলেই অনেক মানসম্পন্ন এবং শক্ত মানসিকতার খেলোয়াড় দিয়ে গড়া একটি দল। ওয়াও, অবিশ্বাস্য, এটা আমি বিশ্বাসই করতে পারছি না।'
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: