শেষ হলো আইপিএলের ঐতিহাসিক ‘ই-অকশন’


প্রকাশিত:
১৫ জুন ২০২২ ১৯:০৭

আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:৩০

 

শেষ হলো আইপিএলের ঐতিহাসিক ‘ই-অকশন’। চারটি প্যাকেজ মিলিয়ে আইপিএলের প্রচার স্বত্ব বিক্রি হলো ৪৮ হাজা ৩৬৬ কোটি রুপিতে। ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ। শুধু তা-ই নয়, খেলাধুলার ইতিহাসেই এনএফএলের পরে এটা দ্বিতীয় সর্বোচ্চ অঙ্ক।

ওটিটি প্ল্যাটফর্মে অ্যামাজন, ডিজনি, নেটফ্লিক্সের চেয়ে অনেক পিছিয়ে মুকেশ আম্বানির ভুট। ভারতের ওটিটি বাজার ধরতে এবার আকাশছোঁয়া দামে আইপিলের ডিজিটাল স্বত্ব কিনে ফেলল তার কম্পানি ভায়াকম১৮। আজ শেষ হওয়া নিলামে প্যাকেজ ‘বি’তে ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত ২০ হাজার ৫০০ কোটি রুপিতে প্রচার স্বত্ব কিনেছে তারা। সেই সঙ্গে দুই হাজার ৯৯১ কোটিতে কিনেছে প্যাকেজ ‘সি’। পাশাপাশি টাইমস ইন্টারনেটের সঙ্গে মিলে ভায়াকম কিনেছে প্যাকেজ ‘ডি’ও।

তবে প্যাকেজ ‘এ’র ভারতীয় উপমহাদেশে টেলিভিশনে খেলা দেখানোর নিলামে আগ্রহ দেখায় ভায়াকম১৮। এই প্যাকেজ ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে কিনেছে ডিজনি ইন্ডিয়া বা স্টার ইন্ডিয়া।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top