সড়ক দুর্ঘটনার শিকার ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল গাড়ি
প্রকাশিত:
২১ জুন ২০২২ ১৯:২৩
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:৩২

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিলাসবহুল গাড়ি। পরিবার সহ ছুটি কাটাতে এখন স্পেনের বেলেরিক দ্বীপে অবস্থান করছেন পর্তুগিজ মহাতারকা, সেখানেই এই দুর্ঘটনা ঘটেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পিরিওডিকো মেডিটেরানিও জানিয়েছে, রোনালদোর একজন ড্রাইভার তার বুগাত্তি ভেইরন গাড়িটি নিয়ে সোমবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে স্পেনের মায়োর্কা অঞ্চলের একটি বাড়ির গেটে আছড়ে পড়ে। দুর্ঘটনায় ড্রাইভার অক্ষত থাকলেও ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ির অগ্রভাগ। দুর্ঘটনার সময় রোনালদো বা তার পরিবারের কেউ গাড়িতে ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় পুলিশ দুর্ঘটনার ব্যাপারটি খতিয়ে দেখছে।
গত সপ্তাহে ব্যক্তিগত বিমানে পরিবার নিয়ে স্পেনের বেলেরিক দ্বীপে ছুটি কাটাতে যান রোনালদো। সেখানে রোনালদো তার সঙ্গে দুটি গাড়ি নিয়ে যান, যার একটি দুর্ঘটনার শিকার বুগাত্তি ভেইরন।
বিলাসবহুল গাড়ির প্রতি রোনালদোর ঝোঁক অনেকদিনের। পর্তুগিজ মহাতারকার সংগ্রহে আছে প্রায় ১৯৩ কোটি টাকার বিলাসবহুল গাড়ি।
ছুটি কাটিয়ে চলতি মাসের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক-মৌসুম ক্যাম্পে যোগ দেবেন রোনালদো। নতুন ম্যানেজার এরিক টেন হাগের অধীনে শুরু হবে ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন যুগ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: