নেপালকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়
প্রকাশিত:
২৩ জুন ২০২২ ১৯:২৮
আপডেট:
১৬ মার্চ ২০২৫ ২৩:৩০

প্রথমবারের মতো নিজেদের মাঠে আন্তর্জাতিক রাগবি সিরিজ আয়োজন করেই রাঙিয়ে রাখল বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে নেপালকে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেভেন এ সাইডের দুই ম্যাচের পর ফিফটিন এ সাইড ম্যাচেও নেপালকে হারিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
আর্মি স্টেডিয়ামে বুধবার ফিফটিন এ সাইডের একমাত্র ম্যাচে নেপালকে ৩১-০৭ পয়েন্টে হারায় বাংলাদেশ।
প্রথমার্ধে স্বাগতিকরা এগিয়ে ছিল ৫-০ পয়েন্টে। জয়ী দলের হয়ে অধিনায়ক নাদিম মাহমুদ সর্বোচ্চ ২১ পয়েন্ট এবং মিলন ও মেহেদি ৫ করে পয়েন্ট অর্জন করেন।
গতকাল মঙ্গলবার একই মাঠে সেভেন এ সাইডের দুই ম্যাচে নেপালকে হারায় বাংলাদেশ। প্রথম ম্যাচে ২০-০ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় ম্যাচ জিতে নেয় ১৯-০ ব্যবধানে। সব মিলিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতল বাংলাদেশ।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: