আজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন মরগান!


প্রকাশিত:
২৮ জুন ২০২২ ১৯:১১

আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৩:২৪

 

আগামী অক্টোবরে অপেক্ষা করছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের বছর আছে ওয়ানডে বিশ্বকাপও। যেখানে ইংল্যান্ড নামবে শিরোপা ধরে রাখার মিশনে। কিন্তু অতদূর পর্যন্ত ভাবছেন না এউইন মরগান। বরং আজই ইংল্যান্ড অধিনায়ক ঘোষণা দিতে পারেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার।

সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের রূপ বদলে দেওয়ার অন্যতম কারিগর তিনি। কিন্তু দীর্ঘদিন ধরেই ফর্ম ও ফিটনেসটা সায় দিচ্ছিল না। গত দেড় বছরে ওয়ানডে ও টি-টোয়েন্টি (ঘরোয়া/ফ্রাঞ্চাইজ টুর্নামেন্টসহ) মিলিয়ে ৪৮ ম্যাচ খেলে ফিফটির দেখা পেয়েছেন কেবল একবার। সদ্যসমাপ্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুই ইনিংসেই মেরেছেন ডাক। সিরিজের আগেই ৩৫ বছর বয়সী মরগান বলেছিলেন, ‘যদি মনে করি ভালো খেলতে পারছি না বা দলের জন্যে অবদান রাখতে পারছি না, তা হলে খেলা ছেড়ে দেব।’

খেলাটা তাহলে ছেড়েই দিচ্ছেন মরগান। আন্তর্জাতিক ক্রিকেটে তার শুরুটা ২০০৬ সালে আয়ারল্যান্ডের হয়ে। কিন্তু ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করার। সেই স্বপ্ন পূরণ হয় তিন বছরের মধ্যেই। ২০১৫ বিশ্বকাপে ভরাডুবির পর তার হাতে ওঠে সাদা বলে নেতৃত্বর ব্যাটন। কোচ ট্রেভর বেলিসকে সঙ্গে নিয়ে পুরো দলের খোলনলচে পালটে দেন তিনি। ভয়ডরহীন মানসিকতা নিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে প্রথম বার চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় ইংল্যান্ড। সাড়ে ৭ বছর পর অবসরের সঙ্গে নেতৃত্বটাও ছাড়তে যাচ্ছেন মরগান। তার উত্তরসূরি হিসেবে জস বাটলারের নামই আসছে বেশি। তবে মরগান বিদায়টা নেবেন সাদা বলে ইংল্যান্ডের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার হিসেবে।


বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:


Top