অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক
প্রকাশিত:
৬ জুলাই ২০২২ ০৩:৫৮
আপডেট:
১৭ মার্চ ২০২৫ ০৩:০৩

অলরাউন্ডার সাকিব আল হাসানের মুকুটে যুক্ত হলো এক নতুন পালক। ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২য় টি-২০তে ৫২ বলে ৫ চার ও ৩ ছয়ে তার অপরাজিত ৬৮ রানের ইনিংসটি দলকে জয় এনে দিতে পারেনি ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে ঠিকই লাভবান হয়েছেন সাকিব। প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে একই সঙ্গে ২ হাজার রান ও ১০০ উইকেটের মালিক হওয়ার অনন্য কীর্তি গড়েন এই অলরাউন্ডার।
উইকেটের সংখ্যায় সাকিব ১০০ ছাড়িয়েছেন অনেক আগেই। বর্তমানে ১২০ উইকেটের মালিক তিনি। পরশু ৬৮ রানের ইনিংসটির মাধ্যমে ব্যাটিংয়ে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ১৯৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে কিছুটা ধীরলয়ে ব্যাটিং করেন সাকিব। মাঝেও খোলস ছেড়ে বের হতে পারেননি। শেষে গিয়ে হাত খুলে মারতে শুরু করলেও, ততক্ষণে অবশ্য বাংলাদেশের হার নিশ্চিত হয়ে যায়। আর সেটাই আক্ষেপ সৃষ্টি করেছে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মনে।
২৩ রানে ৩ উইকেট হারানোর পর বিপর্যয়ের মুখে আফিফ হোসেনকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেন সাকিব। উইকেটে দুজনে সেট হয়ে গেলেও নিয়মিত বড় শট খেলতে পারেননি। ৫৫ রানের জুটি শেষে আফিফ ৩৪ রানে ফিরে গেলে বাংলাদেশের জয়ের আশাটা সেখানেই মিটিয়ে যায়। সাকিবও পরে যোগ্য সঙ্গির অভাবে বেশি কিছু করতে পারেননি। ম্যাচ শেষে সেটাই বললেন রিয়াদ, ‘আমরা ভালো শুরু করতে পারিনি। সাকিব মাশাল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে অপর প্রান্ত থেকে সাকিবকে কেউ সমর্থন জোগাতে পারেনি। আফিফ আর সাকিবের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটু মোমেন্টাম দিয়েছিল। শেষদিকে সাকিব কয়েকটা ওভার বাউন্ডারি মারল, মোসাদ্দেক ১৫ রানের ছোট্ট ক্যামিও খেললো। কিছুটা তো আক্ষেপ হয়ই।’
সাকিব মাশাল্লাহ খুবই ভালো ব্যাটিং করেছে। তবে অপর প্রান্ত থেকে সাকিবকে কেউ সমর্থন জোগাতে পারেনি। আফিফ আর সাকিবের পার্টনারশিপ গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটু মোমেন্টাম দিয়েছিল।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: